ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তুরস্কে জরুরী অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়ল

প্রকাশিত: ০৪:০২, ৬ জানুয়ারি ২০১৭

তুরস্কে জরুরী অবস্থার মেয়াদ আরও  তিন মাস বাড়ল

তুরস্কে জরুরী অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। মঙ্গলবার বিষয়টি নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু। খবর বিবিসির। গত বছরের ১৫ জুলাই ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টার পর প্রথম তুরস্কজুড়ে জরুরী অবস্থা জারি করা হয়। অক্টোবরে জরুরী অবস্থার মেয়াদ আরও বাড়ানো হয়। অক্টোবরে বাড়ানো মেয়াদ চলতি জানুয়ারিতেই শেষ হওয়ার কথা। ফের বাড়ানো মেয়াদ ১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে এপ্রিলে শেষ হবে।
×