ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়া সামরিক সহযোগিতা স্থগিত

প্রকাশিত: ০৪:০১, ৬ জানুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়া সামরিক সহযোগিতা স্থগিত

অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ প্রশিক্ষণসহ সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করেছে প্রতিবেশী ইন্দোনেশিয়া। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইন্দোনেশীয় সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উরিয়ান্তো। খবর বিবিসির। অনেক বিষয়ে নতুন করে সমঝোতা হওয়া দরকার, এই কারণ দেখিয়ে সামরিক সম্পর্ক স্থগিত করা হলেও অস্ট্রেলিয়ার একটি প্রশিক্ষণ ঘাঁটিতে ‘আক্রমণাত্মক উপাদান’ দেখার পর সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এই স্থগিতাদেশ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন উরিয়ান্তো। ইন্দোনেশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, যৌথ প্রশিক্ষণে অস্ট্রেলিয়ায় যাওয়া ইন্দোনেশীয় সেনারা একটি অস্ট্রেলীয় ঘাঁটির প্রশিক্ষণ উপাদান দেখার পর ক্ষুব্ধ হয়। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে মে. জেনারেল উরিয়ান্তো তা এড়িয়ে যান। বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, যৌথ প্রশিক্ষণসহ অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সব ধরনের সহযোগিতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান হয়ে যাবে বলে আশা করছি।
×