ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিসবেনের সেমিতে কোর্নেট-মুগুরুজা

প্রকাশিত: ০৩:৫৭, ৬ জানুয়ারি ২০১৭

ব্রিসবেনের সেমিতে কোর্নেট-মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন এ্যালিজ কোর্নেট এবং গারবিন মুগুরুজা। বৃহস্পতিবার দারুণ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তারা। ফরাসী তারকা কোর্নেট কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভাকে। আর দিনের অন্য ম্যাচে স্পেনের টেনিস তারকা মুগুরুজা পরাজিত করেছেন রাশিয়ার সভেতলনা কুজনেতসোভাকে। গত কয়েক মৌসুম ধরেই পাদপ্রদীপের আলোয় অবস্থান করছেন গারবিন মুগুরুজা। ২০১৫ সালে প্রথমবার কোন গ্র্যান্ডসøামের ফাইনালে জায়গা করে নেন তিনি। কিন্তু উইম্বলডনের শিরোপা জয়ের লড়াইয়ে সেরেনা উইলিয়ামসের বিপক্ষে পেরে উঠতে পারেননি এই স্প্যানিয়ার্ড। তবে গত বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ২৩ বছর বয়সী গারবিন মুগুরুজা। পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন নতুন বছরেও। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ব্রিসবেনে শুরু থেকেই দুর্দান্ত খেলেন তিনি। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে রাশিয়ার পঞ্চম বাছাইকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন মুগুরুজা। কঠিন লড়াইয়ে তিনি ৭-৫ এবং ৬-৪ সেটে পরাজিত করেন রুশ তারকাকে। তবে ম্যাচটা যে কঠিন হবে তা আগে থেকেই জানত মুগুরুজা। কেননা কুজনেতসোভা গ্র্যান্ডসøাম চ্যাম্পিয়ন। আগেও একে অপরের মুখোমুখি হয়েছেন তারা। যে কারণে সে রকম প্রস্তুতি নিয়েই কোর্টে নামেন মুগুরুজা। এ প্রসঙ্গে ম্যাচের শেষে স্প্যানিশ টেনিস তারকা বলেন, ‘এটা খুব কঠিন একটা ম্যাচ ছিল। তবে তার বিপক্ষে খেলা আমার সবগুলো ম্যাচই কঠিন হয়েছে। সে গ্র্যান্ডসøাম চ্যাম্পিয়ন, খেলোয়াড় হিসেবেও অসাধারণ তাই আমরা আগে থেকেই জানতাম যে কোর্টের লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে।’
×