ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘বিবিসি’ ছাড়াই সহজ জয় রিয়ালের

প্রকাশিত: ০৩:৫৬, ৬ জানুয়ারি ২০১৭

‘বিবিসি’ ছাড়াই সহজ জয় রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ ‘বিবিসি’ খ্যাত তিন তারকা গ্যারেথ বেল, করিম বেনজামা ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে গ্যালাক্টিকোরা ৩-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। সান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোল করেন কলম্বিয়ান তারকা জেমস রড্রিগুয়েজ। অপর গোলটি করেন ফরাসী ডিফে-ার রাফায়েল ভারানে। ম্যাচটি খেলেননি রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। এই জয়ে শেষ আট অনেকটাই নিশ্চিত হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। ১২ জানুয়ারি সেভিয়ার মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ হবে। এই ম্যাচে রড্রিগুয়েজ আরও একবার নিজেকে প্রমাণ করেছেন। কেন তাকে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি পেতে মরিয়া সেটাও আরেকবার প্রমাণ হয়েছে। কলম্বিয়ান তারকার পারফর্মেন্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোচ জিনেদিন জিদান। আর ফরাসী গ্রেট রিয়ালের কোচ হিসেবে এদিনই এক বছর অতিক্রম করেছেন। রিয়াল দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামলেও তারকাদের অভাবটা বুঝতে দেননি রড্রিগুয়েজ। জোড়া গোল করে রিয়ালের জয়ের রেকর্ডটা ধরে রাখেন তিনি। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকল রিয়াল মাদ্রিদ। ম্যাচের খেলার শুরু থেকে দারুণ সব আক্রমণ করতে থাকেন রড্রিগুয়েজ-মোরাটারা। পঞ্চম মিনিটে সহজ গোলের সুযোগ মিস করেন মোরাটা। তবে গোলের জন্য তাই খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লস ব্লাঙ্কোসদের। ১১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে মাটি ঘেঁষা শটে গোল করেন রড্রিগুয়েজ। এরপর আক্রমণের গতি বাড়ায় জিদানের দল। ১৫তম মিনিটে মডরিচের বাইসাইকেল কিক পোস্টের মাত্র কয়েক ইঞ্চি দূর দিয়ে গেলে গোলবঞ্চিত হয় রিয়াল। ২৯ মিনিটে মার্সেলোর ভলি গোলরক্ষকের গায়ে লেগে ফিরে এলে এই যাত্রায়ও বেঁচে যায় সেভিয়া। তবে ফিরতি আক্রমণেই গোল পায় রিয়াল। টনি ক্রুসের কর্নারে লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভারানে। প্রথমার্ধেই তৃতীয় গোলের দেখা পায় মাদ্রিদের দলটি। ৪৩ মিনিটে বক্সের ভেতর মডরিচকে ফেলে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারিয়ানো। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রড্রিগুয়েজ। প্রথমার্ধে অন্তত দুটি সহজ গোলের সুযোগ মিস করে সেভিয়া। তাতে অবশ্য রিয়াল গোলরক্ষক কেকো ক্যাসিয়াসেরও অবদান আছে। দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি কোন দলই। এদিকে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে কে সেরা এ নিয়ে ফুটবলবিশ্বে আছে তর্ক-বিতর্ক। এই বিতর্কে বার্সিলোনা তারকা মেসিকেই এগিয়ে রাখছেন স্পেনের সাবেক কোচ জ্যাভিয়ের ক্লেমেন্টে। তার মতে, ২০১৬ সালের ব্যালন ডি’অর জেতা রোনাল্ডোর নিখুঁত শারীরিক গঠন আছে বটে। কিন্তু তাকে মেসির পেছনের স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এ্যাথলেটিক বিলবাও, এ্যাটলেটিকো মাদ্রিদ ও এস্পানিওলের সাবেক কোচ ক্লেমেন্টের মতে, রোনাল্ডো সুঠাম দেহের অধিকারী হলেও মেধায় মেসির সঙ্গে সে লড়তে পারবে না। সাক্ষাতকারে তিনি বলেন, মেসির স্থান সবার আগে। সে ভিন্ন কিছু করতে পারে এবং এই বিষয়গুলো তাকে প্রথম স্থানে নিয়ে গেছে। এর মানে এটা বোঝায় না যে, অন্যরা ভাল নয়। আমি জানি না, এটার কারণে কেন অন্যরা রাগ করে।
×