ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউনুসের শতকের পরও চাপে পাকিরা

প্রকাশিত: ০৩:৫৬, ৬ জানুয়ারি ২০১৭

ইউনুসের শতকের পরও চাপে পাকিরা

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি হাঁকিয়েছেন। কিন্তু আর কেউ ছিল না সঙ্গী। ১৩৬ রান করে অপরাজিত থেকে এখনও লড়ছেন অভিজ্ঞ বর্ষীয়ান পাকিস্তানী ব্যাটসম্যান ইউনুস খান। এরপরও সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে চাপের মুখে আছে পাকিস্তান। ৮ উইকেটে ৫৩৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত ৮ উইকেটে ২৭১ রান তুলেছে পাকিস্তান। পিছিয়ে আছে ২৬৭ রানে। ইতোমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ হারা পাকিস্তানের চলমান তৃতীয় ও শেষ টেস্টে শুধু ফলোঅন এড়াতেই এখন পর্যন্ত প্রয়োজন ৬৮ রান। হাতে আছে দুই উইকেট। ইউনুসের সঙ্গী হিসেবে ব্যাট হাতে আছেন জেনুইন লেগস্পিনার ইয়াসির শাহ। এ সেঞ্চুরির ফলে পাকিস্তানের পক্ষে সর্বাধিক টেস্ট শতকের মালিক ইউনুস ছুঁয়ে ফেলেছেন ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান চার্লস লারা ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের ৩৪ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড। সিডনিতে তৃতীয় দিনের শুরুতেই ছিল বৃষ্টির দাপট। আগের দিনের দুই উইকেটে ১২৬ রান নিয়ে আড়াই ঘণ্টাড্রেসিং রুমেই কাটাতে হয়েছে উভয় দলের ক্রিকেটারদের। এর মধ্যে মধ্যাহ্নবিরতিও হয়ে গেছে। খেলা শুরুর পরই ঘটে বিপত্তি। দুই ওভার বল গড়াতেই অসুস্থতার কারণে মাঠ ছেড়ে টিম হোটেলে ফেরেন অস্ট্রেলিয়ার নিয়মিত উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। দায়িত্ব নেন পিটার হ্যান্ডসকম্ব। পরে জানানো হয় ওয়েড ডায়রিয়া ও সর্দিতে ভুগছেন। তবে স্বাগতিক অসিদের জন্য দুশ্চিন্তার কারণ ওই একটিই। এরপর জশ হ্যাজলউডের পেস আর নাথান লেয়নের অফস্পিনে দিশাহারা হয়ে যায় পাকরা। নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে সফরকারী দল। এমনকি আগের দিন ৫৮ রান নিয়ে অপরাজিত ওপেনার আজহার আলী দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে সাজঘরে ফেরেন ৭১ রান করে। এরপর আর বাজে পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে পারেনি পাকরা। এমনকি বাজে সময়টা কাটিয়ে রানে ফিরতে পারেননি নেতৃত্ব নিয়ে সমালোচনায় পড়া মিসবাহ উল হক। এবার তিনি ফিরে গেছেন ১৮ রান করে। এ সিরিজে এখন পর্যন্ত মাত্র পাঁচ ইনিংসে ৭.৬০ গড়ে (৪, ৫, ১১, ০ ও ১৮ ) ৩৮ রান করেছেন তিনি। এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড কোন টেস্ট সিরিজে। এর আগে ২০০২-০৩ মৌসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ১১.৫০ গড়ে রান করেছিলেন। কিন্তু অসি বোলারদের এ সাফল্যের ভিড়ে একমাত্র কঠিন বাধা হয়ে ওঠেন ইউনুস খান। স্বাগতিকদের ভয়ানক বোলিং আক্রমণের বিরুদ্ধে বেশ সাবলীল থেকে তিনি ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি আদায় করেন। এর আগে ১০টি টেস্ট খেলুড়ে দেশের মাটিতে সেঞ্চুরি করার রেকর্ড আছে ভারতের সাবেক মিডলঅর্ডার রাহুল দ্রাবিড়ের। ইউনুস খান প্রথম খেলোয়াড় হিসেবে ১১টি দেশের মাটিতে (আরব আমিরাতেও শতক) টেস্ট সেঞ্চুরি হাঁকালেন। এ শতকের ফলে তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় ছুঁয়ে ফেলেছেন গাভাস্কার, লারা ও জয়াবর্ধনের ৩৪ শতক হাঁকানোর রেকর্ড। উল্লেখ্য, অনেক আগেই পাকিস্তানের পক্ষে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান ও সেঞ্চুরির মালিক তিনি। প্রথম পাক ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজা রান করার খুব কাছাকাছি এখন তিনি। ইউনুস ২৭৯ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১৩৬ রান করে অপরাজিত থাকেন। এ পর্যন্ত তার টেস্ট ক্রিকেটে রান ৫৩.০৭ গড়ে ৯৯২৫। কিন্তু ইউনুসের এমন দারুণ ব্যাটিংয়ের দিনে ব্যর্থ হয়েছেন মিসবাহ ছাড়াও আসাদ শফিক, সরফরাজ আহমেদরা। ফলে ৮ উইকেটে ২৭১ রান তুলে তৃতীয় দিন শেষ করলেও বিপদেই আছে সফরকারীরা। লেয়ন তিনটি ও হ্যাজলউড দুটি উইকেট নিয়েছেন। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ৫৩৮/৮, ডিক্লে.; ১৩৫ ওভার (রেনশ ১৮৪, ওয়ার্নার ১১৩, হ্যান্ডসকম্ব ১১০, কার্টরাইট ৩৭, ওয়েড ২৯, স্মিথ ২৪; ওয়াহাব ৩/৮৯, আজহার ২/৭০, ইমরান ২/১১১)। পাকিস্তান প্রথম ইনিংস- দ্বিতীয় দিনশেষে ১২৬/২; ৪১ ওভার (আজহার ৫৮*, ইউনস ৬৪*, শারজিল ৪, বাবর ০) ও তৃতীয় দিনশেষে- ২৭১/৮; ৯৫ ওভার (ইউনুস ১৩৬*, আজহার ৭১, মিসবাহ ১৮, সরফরাজ ১৮; লেয়ন ৩/৯৮, হ্যাজলউড ২/৫৩)।
×