ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৭ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

প্রকাশিত: ০৩:৫১, ৬ জানুয়ারি ২০১৭

১৭ জানুয়ারি  জাতীয় বিশ্ববিদ্যালয়ের  সমাবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমার্বতন উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের ঢাকা নগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। তিনি বলেন, আগামী ১৭ জানুয়ারি বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতির আসন অলঙ্কৃৃত এবং স্নাতকদের ডিগ্রী প্রদান করবেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। ১৯৯৮-২০১২ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ স্নাতকদের মধ্যে ৪৯৩২ জন নিবন্ধনকৃত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন, যাদের মধ্যে ৩১৩৭ ছাত্রী এবং ১৭৯৫ ছাত্র। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৮ শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে। -বিজ্ঞপ্তি
×