ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দুই কেমিক্যাল কারখানাকে অর্থদণ্ড

প্রকাশিত: ০৩:৫০, ৬ জানুয়ারি ২০১৭

চট্টগ্রামে দুই কেমিক্যাল  কারখানাকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অগ্নিকা- প্রতিরোধে সেফটি ইকুইপমেন্টস এবং ফায়ার সার্ভিস না থাকায় চট্টগ্রাম নগরীর আসাদগঞ্জ এলাকায় কেমিক্যাল কারখানা ও গোডাউনকে অর্থদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দ-িত প্রতিষ্ঠান দুটির নাম আমির পারফিউম সেন্টার ও সূচনা কেমিক্যালস। বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক এলাকা আসাদগঞ্জে রয়েছে বিভিন্ন কেমিক্যালের প্রায় ১০০ দোকান। প্রতিটি দোকানের আছে একাধিক গোডাউন। এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই কোন ফায়ার লাইসেন্স নেই। থাকলেও লাইসেন্স নবায়ন করা নেই। আমির পারফিউম সেন্টারে দেখা যায়, সেখানে কোন ফায়ার সেফটি ইকুইপমেন্ট নেই। এমনকি তাদের গুদামে বিপুল পরিমাণ কেমিক্যাল থাকলেও নেই কোন ফায়ার এক্সটিংগুশার। এমনকি গোডাউনের ভেতর বিদ্যুতের তার ঝুঁকিপূর্ণ অবস্থায় পাওয়া যায়। গোডাউনের পাশেই এক পরিবার অবস্থান করে, যা আইনত গ্রহণযোগ্য নয়। বাড়ির মালিককে এ বিষয়ে সতর্ক করা হয়েছে এবং দ্রুত এ সকল পরিবারকে অন্যত্র স্থানান্তর করতে বলা হয়েছে। অপরদিকে সূচনা কেমিক্যাল গোডাউনে গিয়ে ৫ হাজার ৪০০ লিটার স্পিরিট সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। কিন্তু সে গোডাউন টিনশেডেড এবং সেখানেও কোন অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। গোডাউনের আশপাশে অনেক দোকান ও মানুষের বসবাস রয়েছে। স্পিরিট খুবই দাহ্য, যে কোন দুর্ঘটনা ঘটলে আশপাশের দোকানসহ প্রায় ২০০ স্থাপনা ও জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
×