ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রীর শ্লীলতাহানি ॥ শিক্ষক সাসপেন্ড, তদন্ত কমিটি

প্রকাশিত: ০৩:৫০, ৬ জানুয়ারি ২০১৭

ছাত্রীর শ্লীলতাহানি ॥ শিক্ষক সাসপেন্ড, তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে শিক্ষকের হাতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে একই স্কুলের সিনিয়র শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে বিষয়টি তদন্ত করতে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ সময় অভিযুক্ত শিক্ষক ফরিদ সরকার সভায় উপিস্থিত ছিলেন না। জানা গেছে, গত ২১ ডিসেম্বর শিক্ষক ফরিদ সরকার বার্ষিক পরীক্ষার খাতা দেখার কথা বলে তার বাসায় ছাত্রীকে ডেকে নেয়। ছাত্রী ঘরে প্রবেশ করলে শ্লীলতহানির শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ছাত্রীর বাবা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর গত রবিবার লিখিত অভিযোগ করেন। এলাকার স্থানীয় লোকজন ও স্কুল সূত্রে জানা যায়, এ ঘটনার প্রতিবাদে ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের জরুরী সভায় সিদ্ধান্ত শুনতে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সিরাজদিখান এলাকায় বিভিন্ন শ্রেণী -পেশার নারী-পুরুষ ওই স্কুলের সামনে অপেক্ষা করেন। তারা ওই শিক্ষককে বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে বিকেলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের জরুরী সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয় এবং ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে চৌদ্দ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করার সিদ্ধান্ত নেয়া হয়।
×