ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় শিপ্রা হত্যা মামলা ॥ কারেন্ট বাবু তিন দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৩:৫০, ৬ জানুয়ারি ২০১৭

খুলনায় শিপ্রা হত্যা  মামলা ॥ কারেন্ট  বাবু তিন  দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডন হত্যা চেষ্টা ও পথচারী নারী শিপ্রা কুন্ডু হত্যা মামলায় গ্রেফতারকৃত মেহেদী হাসান বাবু ওরফে কারেন্ট বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার খুলনা মহানগর হাকিম মোঃ আমিরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন কুমার মৈত্র আদালতে আসামি কারেন্ট বাবুকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। উল্লেখ্য, গত শনিবার খুলনা মহানগরীর ইসলামপুর রোডস্থ জনবহুল এলাকা দোলখোলার শিতলাবাড়ির কাছে মহানগর আওয়ামী লীগের নেতা জেড এ মাহমুদ ডনকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এ সময় লক্ষ্যভ্রষ্ট একটি গুলি পথচারিণী শিপ্রা কুন্ডুর বুকে বিদ্ধ হলে তিনি মারা যান। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩১ ডিসেম্বর রাতে মেহেদী হাসান বাবু ওরফে কারেন্ট বাবু নামের এক যুবককে আটক করে। গ্রেফতারকৃত কারেন্ট বাবু নগরীর ১৫৯ টুটপাড়া মেইন রোড এলাকার আসলাম শেখের ছেলে। তার বিরুদ্ধে দ্রুত বিচার, ছিনতাই ও অস্ত্রবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে পুলিশ জানিয়েছে।
×