ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তালা ঝুলিয়ে আন্দোলন

প্রকাশিত: ০৩:৪৯, ৬ জানুয়ারি ২০১৭

সিলেট ইঞ্জিনিয়ারিং  কলেজে তালা ঝুলিয়ে আন্দোলন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কলেজ প্রশাসনকে বেঁধে দেয়া সময়ের মধ্যে সমস্যার সমাধান না হওয়ায় আবারও আন্দোলন শুরু করেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা দেড়টায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফলে কলেজের কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। গত ২৬ ডিসেম্বর সঠিক সময়ে ফলাফল প্রকাশ, পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগ, ছাত্রাবাস-কলেজের উন্নয়নসহ ১২ দফা দাবি ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা এক সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করেন। বৃহস্পতিবার তাদের বেঁধে দেয়া আল্টিমেটামের সময় পার হওয়ার পরেও দাবিগুলোর সমাধান না হওয়ায় পুনরায় তারা আন্দোলনে নামেন বলে নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা জানান। প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কলেজ কর্তৃপক্ষ তাদের কাছ থেকে ফি আদায় করলেও ছাত্রাবাস-কলেজের উন্নয়ন নেই, পরিবহন সেবার নামে ফি নিলেও নেই কোন পরিবহন ব্যবস্থা। তাছাড়া ক্যাম্পাস এলাকায় পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকায় নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।
×