ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেয়েকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন মা

প্রকাশিত: ০৩:৪৯, ৬ জানুয়ারি ২০১৭

মেয়েকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন মা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভাগ্যের চাকা ঘুরাতে সৌদি আরবে গিয়ে এখন মানবেতর জীবন কাটাচ্ছে সাতক্ষীরার কলারোয়ার অমর আলীর মেয়ে আনোয়ারা (২৫)। আনোয়ারার কাছ থেকে অল্প কিছু টাকা নিয়ে তাকে তিন মাসের ভিসায় সৌদি আরবে বিক্রি করে দেয় দালালরা। সৌদি আরবে পা রাখার পরপরই তার ওপর শুরু হয় যৌন নিপীড়ন অত্যাচার ও নির্যাতন। এভাবেই কেটেছে গত সাতটি মাস। মোবাইলে এমন অমানবিক আচরণের কথা শুনে মেয়েকে কাছে ফিরে পেতে তার ছবি নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন আনোয়ারার মা নাছিমা খাতুন। আনোয়ারার মা নাছিমা বৃহস্পতিবার এসেছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবে। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, মেয়ের ওপর পাশবিক নির্যাতনে কাহিনী। ওরা যা বলে তা না করলে, রাজি না হলে খুব মারে। চার-পাঁচতলার ওপর একটি ঘরে আনোয়ারাকে রেখেছে। বাইরের লোকদের ঘরে ঢুকিয়ে দিয়ে বাড়ির লোকজন চলে যায় এমন অভিযোগ আনোয়ারার মায়ের। আনোয়ারাকে ওরা একটা মোবাইল দিয়েছে। নম্বর (+৯৬৬৫৩২১২৯৯৮৯)। কিন্তু মোবাইলে টাকা দেয় না। বাংলাদেশ থেকে রিং করলে মাঝে মধ্যে কথা বলে আনোয়ারা। কলারোয়া পাইলট হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা অমর আলীর স্ত্রী নাছিমা আরও জানান, সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরের আব্দুর রহিম, তারালির সোনা শেখ, যশোরের ঝিকরগাছার আব্দুল গনি, সাতক্ষীরা শহরের এক ভিসা এজেন্ট ও ঢাকার নূর ইসলাম নামে এক লোক আনোয়ারাকে সৌদি আরবে পাঠানোর নামে ওই দেশে বিক্রি করে দেয়। তিনি আরও জানান, এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু আজও পাচারকারীরা গ্রেফতার হয়নি। এমন পরিস্থিতিতে মেয়েকে অমানবিক নির্যাতনের হাত থেকে বাঁচিয়ে দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় মা নাছিমা।
×