ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় দুম্বার মাংস লুট ॥ দৌড়ে রক্ষা পেলেন পিআইও

প্রকাশিত: ০৩:৪৬, ৬ জানুয়ারি ২০১৭

নওগাঁয় দুম্বার মাংস লুট ॥ দৌড়ে রক্ষা পেলেন পিআইও

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ জানুয়ারি ॥ ধামইরহাটে সৌদি থেকে পাঠানো দুম্বার মাংসের কার্টন হরিলুট হয়েছে। বুধবার সন্ধ্যার পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে দুম্বার মাংসভর্তি গাড়ি ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে পৌঁছামাত্র পিআইও ইস্রাফিল আলম নিজস্ব মতামতের ভিত্তিতে বিভিন্ন সংগঠনকে এক থেকে তিন কার্টন করে বিতরণ করতে থাকেন। এর অধিকাংশ কার্টনের ভেতরে মাংস নেই। আর কিছু কার্টনের মাংস ছিল অর্ধেক বা তারও কম। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় উত্তেজিত জনতা খালি কার্টন ও অর্ধেক কার্টনগুলো পিআইওকে ছুড়ে মারতে থাকলে পিআইও দৌড়ে তার নিজ বাসভবনে গিয়ে প্রাণ রক্ষা করেন। এ সুযোগে উপস্থিত অন্য সংগঠনগুলো বাকি মাংসের কার্টনগুলো ছড়িয়ে-ছিটিয়ে ফেলে দেয়। এর ফাঁকে বস্তায় ভরা গাড়ির মধ্যে লুকায়িত মাংস পিআইওর কর্মচারীরা চুরি করে নিয়ে চম্পট দেয়। অবশিষ্ট মাংস মাটিতে ছিটকে পড়লে একদিকে কুকুর অন্যদিকে জনতার একাংশ টানাহেঁচড়া করে। এর আগে পিআইও গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এদিকে গভীর রাতে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য পিআইও স্থানীয় ক’জন সাংবাদিকসহ তার পছন্দের লোকজনদের ফোনে ডেকে নিয়ে কার্টন ভাগ-বাটোয়ারা করে নেয়। এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম জানান, তার প্রাপ্য কার্টন থেকেও মাংস বের করে নেয়া হয়েছিল। তিনি পিআইওকে কার্টন ফিরিয়ে দিয়েছেন বলেও জানান। এ ব্যাপারে পিআইও ইস্রাফিল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকেই কার্টনগুলো অর্ধখালি অবস্থায় বস্তায় করে পাঠানো হয়েছিল।
×