ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে বোমা বিস্ফোরণ মামলার চার্জশীটে অভিযুক্ত ১৬

প্রকাশিত: ০৩:৪৫, ৬ জানুয়ারি ২০১৭

যশোরে বোমা বিস্ফোরণ মামলার চার্জশীটে অভিযুক্ত ১৬

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদর উপজেলার রূপদিয়ায় নাশকতা ও বোমা বিস্ফোরণ মামলার চার্জশীট দিয়েছে পুলিশ। এ চার্জশীটে জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমির মাওলানা আব্দুল মালেকসহ ১৬ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। তদন্ত শেষে বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানার এসআই মোল্যা মিরাজ মোছাদ্দেক যশোরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশীট দাখিল করেন। অভিযুক্তরা হলেন- সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও কচুয়া গ্রামের মাওলানা আব্দুল মালেক, নরেন্দ্রপুর গ্রামের ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ তরিকুল ইসলাম, শফিউল্লাহ, মোস্তফা কামাল, জাকির হোসেন, সাইদুর রহমান, আলতাফ হোসেন, গোপালপুর গ্রামের আনিচুর রহমান, রূপদিয়ার খবির খান, আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে নাজির হোসাইন, মনিরুজ্জামান লাল্টু, কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেন, তেজরোল গ্রামের আবু বক্কার সিদ্দিক, যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত ময়েন মোল্যার ছেলে শাহিন মোল্লা, শাখারিগাতি গ্রামের মোস্তফা কামাল ও রইচ উদ্দিন। জানা গেছে, ২০১৫ সালের ২৭ জুলাই রাতে রূপদিয়া পোস্ট অফিসের পাশের জামে মসজিদে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ওই মসজিদ থেকে জায়ামাতের ১১ নেতাকর্মীকে আটক করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় বোমা, লাঠি ও পোস্টার।
×