ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন বছরে সৌদি আরবের প্রত্যাশা

প্রকাশিত: ০৩:৪০, ৬ জানুয়ারি ২০১৭

নতুন বছরে সৌদি আরবের প্রত্যাশা

জ্বালানি খাত থেকে ২০১৭ সালে ৪৮ শতাংশ বেশি রাজস্ব আয়ের প্রত্যাশা করছে সৌদি সরকার। জ্বালানির উত্তোলন কমাতে ওপেক সদস্য এবং বহির্ভূত দেশগুলোর চুক্তির পর জ্বালানি তেল থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার পূর্বাভাস বাড়িয়েছে সৌদি। ২০১৭ সালে দেশটি জ্বালানি তেল রফতানি করে ১২ হাজার ৮শ’ কোটি ডলার রাজস্ব আয় করবে বলে পূর্বাভাস দিয়েছে। জ্বালানির দরপতনে ২০১৫ সালে দেশটির বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৯ হাজার ৮শ’ কোটি ডলার, ২০১৬ সালেও তা স্থিতিশীল করতে পারেনি দেশটি। গত বছরের ডিসেম্বরে জ্বালানির দরে স্থিতিশীলতা আনতে উত্তোলন দৈনিক ১২ লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেয় রফতানিকারক এই দেশটি। ২০৩০ সাল নাগাদ রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোকে আংশিক বেসরকারীকরণের পরিকল্পনা রয়েছে তাদের। -অর্থনৈতিক রিপোর্টার
×