ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ড. ইউনূসকে স্বর্ণপদক দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত: ০৩:৪০, ৬ জানুয়ারি ২০১৭

ড. ইউনূসকে স্বর্ণপদক দিলেন নরেন্দ্র মোদি

শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে স্বর্ণপদক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ‘ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের’ উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এই সম্মান জানানো হয়। ‘দরিদ্রতম জনগোষ্ঠীকে আশা, সুযোগ এবং মর্যাদাপূর্ণ জীবনধারা প্রদান’-এর প্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে এই স্বর্ণপদক পান ড. ইউনূস। ৩ জানুয়ারির ওই উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূস ছাড়া আরও চার নোবেল বিজয়ী এবং ভারতের পাঁচ বিজ্ঞানীকে স্বর্ণপদকে ভূষিত করা হয়। অনুষ্ঠানটিতে ভারতের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, খ্যাতনামা বিজ্ঞানী, প্রতিষ্ঠিত ভারতীয় বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য এবং ভারত ও অন্যান্য দেশের কূটনীতিকসহ ২০ হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। -অর্থনৈতিক রিপোর্টার
×