ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডলার আমদানিতে কর ও ভ্যাট প্রত্যাহার হচ্ছে

প্রকাশিত: ০৩:৩৯, ৬ জানুয়ারি ২০১৭

ডলার আমদানিতে কর ও ভ্যাট প্রত্যাহার হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরাসরি ডলার আমদানিতে বিদ্যমান কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সবুজ সঙ্কেত দিয়েছে সরকার। ব্যাংকিং খাতে ডলার সঙ্কট কাটাতে সরকার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রস্তাবের প্রেক্ষিতে এ কর ও ভ্যাট প্রত্যাহারের সবুজ সঙ্কেত দিয়েছে বলে জানিয়েছেন ডেপুটি গবর্নর এসকে সুর চৌধুরী। জানা গেছে, গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি চিঠি সিনিয়র অর্থসচিব বরাবর পাঠায়। চিঠিতে বলা হয়, দেশের ব্যাংকিং খাত এখন নগদ ডলার সঙ্কটে ভুগছে। দেশের অর্থনীতির স্বার্থে শীঘ্রই ব্যাংকগুলোতে ডলার দরকার। এই অবস্থা কাটাতে ডলার আমদানিতে বিদ্যমান কর ও ভ্যাট যত শীঘ্র সম্ভব প্রত্যাহার করা দরকার। গত মঙ্গলবার গবর্নর ফজলে কবিরের উপস্থিতিতে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সাথে এক বৈঠকের পর ডেপুটি গবর্নর সাংবাদিকদের এই কথা জানান। তিনি জানান, সম্প্রতি কিছু ব্যাংক ডলার আমদানির উদ্যোগ নেয়। তবে এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৭ শতাংশের ওপর কর ও ভ্যাট আরোপ করায় তা থেকে পিছিয়ে আসে ব্যাংকগুলো। সম্প্রতি সরকারের উচ্চ পর্যায় থেকে এই কর-ভ্যাট প্রত্যাহারের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে বলে জানান এসকে সুর। তিনি মনে করেন, বিদেশ থেকে ডলার পাঠানো বা দেশে থেকে ডলার আমদানিতে আরোপিত ভ্যাট ও কর প্রত্যাহার করা হলে ব্যাংক ও মানি এক্সচেঞ্জের মধ্যকার ডলারের দামের পার্থক্য কমে আসবে।
×