ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এ বছর আরও ১৮৪০ মেগাওয়াট বিদ্যুত গ্রিডে যুক্ত হবে

প্রকাশিত: ০৩:৩৮, ৬ জানুয়ারি ২০১৭

এ বছর আরও ১৮৪০ মেগাওয়াট বিদ্যুত গ্রিডে যুক্ত হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৭ সালে দেশে ১০ বিদ্যুত কেন্দ্রের মাধ্যমে উৎপাদিত ১ হাজার ৮৪০ মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানিয়েছেন বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ তথ্য জানিয়েছেন। প্রকৌশলী মোহাম্মদ হোসেন বলেন, চলতি বছরে সরকারী ৮টি বিদ্যুত কেন্দ্রে ১ হাজার ৬২৩ মেগাওয়াট এবং বেসরকারী ২টি কেন্দ্রের মাধ্যমে ২১৭ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। বিগত ৮ বছরে সরকার দেশে ৮১টি বিদ্যুত কেন্দ্রের মাধ্যমে ১০ হাজার ৩৫৩ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করতে সক্ষম হয়েছে এবং দেশের ৭৮ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে।
×