ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেল খাতের উন্নয়নে চীন এ বছর সাড়ে ১১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে

প্রকাশিত: ০৩:৩৮, ৬ জানুয়ারি ২০১৭

রেল খাতের উন্নয়নে চীন এ বছর সাড়ে ১১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রেলওয়ে খাতের উন্নয়নে এখন অন্যতম শীর্ষ দেশ চীন। দেশটি এ বছর এ খাতের উন্নয়নে ১১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে। চীনের রেলওয়ে কর্পোরেশনের বরাতে দেশটির সংবাদ মাধ্যম সিনহুয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, ২০১৬ সালেও সমপরিমাণ বিনিয়োগ করেছিল চীন। এই অর্থ বিনিয়োগ করে দেশটি এ বছর ২ হাজার ১০০ কিলোমিটার নতুন রেলপথ করবে। এছাড়া সংস্কার হবে ৪ হাজার কিলোমিটার পথ। সবচেয়ে উন্নয়ন হবে কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চলে। দেশটি প্রত্যাশা করছে, এ বছর রেল খাত থেকে তাদের ১৩ হাজার ২৫৮ কোটি ডলার আয় হবে। ৩ কোটি মানুষ চলাচল করতে পারবে। মাল সরবরাহ হবে ২৭৫ কোটি টন।
×