ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন পণ্য উৎপাদনে যাবে কেডিএস এক্সেসরিজ

প্রকাশিত: ০৩:২৯, ৬ জানুয়ারি ২০১৭

নতুন পণ্য উৎপাদনে যাবে কেডিএস এক্সেসরিজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজের পরিচালনা পর্ষদ নতুন পণ্য উৎপাদনের জন্য লাইন স্থাপন করবে। কোম্পানিটি হ্যাঙ্গার উৎপাদনের জন্য গাজীপুরে লাইন স্থাপন করবে। একই সঙ্গে কোম্পানিটি বাটন উৎপাদনও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি নতুন পণ্য লাইন ও বিদ্যমান প্রকল্প সম্প্রসারণের জন্য ৭ লাখ ৬৮ হাজার ২৭৩ মার্কিন ডলার ব্যয় ধরেছে; যা বাংলাদেশী টাকায় ৬ কোটি ১৪ লাখ টাকা। কোম্পানিটির এই প্রকল্প গাজীপুর সদরে কারখানা প্রাঙ্গণ মির্জাপুরে রয়েছে। কোম্পানিটি বিদেশী সুপিরিয়রের ক্রেডিট, ব্যাংক ঋণ ও নিজস্ব অর্থায়নের প্রকল্পের ব্যয় মেটাবে। এই প্রকল্পের যন্ত্রপাতি ইউরোপ ও চায়নার তৈরি। ডিএসের নতুন প্রকল্পের কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে বলে কোম্পানিটি আশা করছে। এই প্রকল্পের কাজ শেষে কোম্পানিটি প্রতিদিন ২৮০ জিজি বাটন ও এক লাখ ৫০ হাজার পিস হ্যাঙ্গার উৎপাদন করতে পারবে।
×