ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ কোম্পানিকে ডিএসইর শোকজ

প্রকাশিত: ০৩:২৮, ৬ জানুয়ারি ২০১৭

পাঁচ কোম্পানিকে  ডিএসইর শোকজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ অস্বাভাবিকভাবে শেয়ার দর বৃদ্ধির কারণে পাঁচ কোম্পানিকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিগুলো হলো- ইফাদ অটোকার্স, বিড অটোকানর্স, জিপিএইচ ইস্পাত, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। দর বৃদ্ধির কারণ জানতে চাইলে পরিপ্রেক্ষিতে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ। ইফাদ অটোকার্স ॥ ১১ ডিসেম্বর শেয়ার দর ছিল ৮৯.৫০ টাকা। ৪ জানুয়ারি শেয়ারের লেনদেন হয়েছে ১০৭.১০ টাকায়। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭.৬০ টাকা বা ১৯.৬৬ শতাংশ। বিডি অটোকার্স ॥ ২৭ ডিসেম্বর শেয়ার দর ছিল ৭৪.২০ টাকা। ৪ জানুয়ারি শেয়ারের লেনদেন হয়েছে ৮৯.১০ টাকায়। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪.৯০ টাকা বা ২০.০৮ শতাংশ। জিপিএইচ ইস্পাত ॥ ৬ ডিসেম্বর কোম্পানির শেয়ার দর ছিল ৩১.২০ টাকা এবং ৪ জানুয়ারি শেয়ারের লেনদেন হয়েছে ৩৮.১০ টাকায়। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬.৯০ টাকা বা ২২.১২ শতাংশ। ইস্টার্ন লুব্রিকেন্টস ॥ ১১ ডিসেম্বর শেয়ার দর ছিল ৯২৯.২০ টাকা এবং ৪ জানুয়ারি শেয়ারের লেনদেন হয়েছে ১ হাজার ২৯০.২০ টাকায়। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৬১.০০ টাকা বা ৩৮.৮৫ শতাংশ। সোনারগাঁও টেক্সটাইল ॥ ১১ ডিসেম্বর কোম্পানির শেয়ার দর ছিল ৯.২০ টাকা এবং ৪ জানুয়ারি শেয়ারের লেনদেন হয়েছে ১২.৫০ টাকায়। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.৩০ টাকা বা ৩৫.৮৭ শতাংশ। এর মধ্যে জিপিএইচ ইস্পাতের শেয়ার দর বেড়েছে ২২.১২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৩৮.৮৫ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইলের ৩৫.৮৭ শতাংশ।
×