ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫ হাজার ২শ’ পয়েন্টের কাছে ডিএসইর সূচক

প্রকাশিত: ০৩:২৮, ৬ জানুয়ারি ২০১৭

৫ হাজার ২শ’ পয়েন্টের কাছে ডিএসইর সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন দুই বাজারেই সূচকের সাথে লেনদেনও সামান্য বেড়েছে। প্রধান বাজারে সূচকের উর্ধগতির কারণে সার্বিক সূচকটি ৫ হাজার ২ শ’ পয়েন্টের কাছাকাছি পৌঁছে গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে এক হাজার ২৪৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগেরদিনের তুলনায় ৩৬ কোটি ৩৭ লাখ টাকা বেশি। আগেরদিন এ বাজারে এক হাজার ২০৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি শেয়ার দর। এদিকে ডিএসইএস বা প্রধান মূল্য সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৮২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, ইফাদ অটোস, সাইফ পাওয়ারটেক, আরএসআরএম স্টিল, ডেসকো, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, লঙ্কা বাংলা ফাইনান্স, আর্গন ডেনিম, বেক্সিমকো ফার্মা ও অলিম্পিক এক্সেসরিজ। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : রংপুর ফাউন্ড্রি, এইচ আর টেক্সটাইল, আরএসআরএম স্টিল, রেনউইক যজ্ঞেশ্বর, ইফাদ অটোস, লঙ্কা বাংলা ফাইনান্স, বেক্সিমকো, লিব্রা ইনফিউশন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংক। দর হারানোর শীর্ষ কোম্পানিগুলো হলো : এসআলম ক্রিস্টাল, আরএন স্পিনিং, শমরিতা হসপিটাল, ন্যাশনাল টিউবস, প্যারামাউন্ট টেক্সটাইল, দেশ গার্মেন্টস, সোনারগাঁও টেক্সটাইল, ডেসকো, মেঘনা কনডেন্স মিল্ক ও গ্লোবাল হেভি কেমিক্যাল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৪৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আরএসআরএম স্টিল, বেক্সিমকো, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, সাইফ পাওয়ার টেক, অলিম্পিক ইন্ড্রাস্টিজ, অলিম্পিক এক্সেসরিজ, ন্যাশনাল ব্যাংক, আর্গন ডেনিমস, কেয়া কসমেটিকস ও জিপিএইচ ইস্পাত।
×