ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেতৃত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি

প্রকাশিত: ০৮:৫২, ৫ জানুয়ারি ২০১৭

নেতৃত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে ইংল্যান্ড সিরিজের আগে ওয়ানডে ও টি২০’র নেতৃত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। তবে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে সংক্ষিপ্ত ফরমেটে খেলা চালিয়ে যাবেন। বুধবার রাতে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ খবর জানিয়েছে। তিন সংস্করণেই দেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। সবচেয়ে বেশি জয়ও এসেছে তার হাত ধরে। ২০০৭ সালে দায়িত্ব পেয়ে টি২০ বিশ্বকাপের প্রথম আসরের শিরেপা জয় করে বাজিমাত করেন। ‘ক্যাপ্টেন কূল’ ধোনি এরপর ২০১১ সালে দীর্ঘ ২৮ বছর পর ওয়ানডের শিরোপা পুনরুদ্ধারে নেতৃত্ব দেন। ১৯৯ ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করেন ধোনি। ১১০টি ম্যাচে জেতে তার দল, হারে ৭৪টিতে। টাই হয় ৪ ম্যাচ, পরিত্যক্ত ১১টি। গত বছর দেশের মাটিতে টি২০ বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে ভারতের বিদায়ের পর ধোনির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলার আভাস দিয়েছেন। ৭২টি টি২০তে দেশকে নেতৃত্ব দিয়ে ৪১টিতে জিতিয়েছেন। ২০০৮ সালে টেস্টের অধিনায়কত্ব পান ধোনি। তার নেতৃত্বে এই সংস্করণে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছিল ভারত। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের মধ্যপথে হঠাৎ করেই টেস্ট থেকে অবসর নেন। ৬০ টেস্টে নেতৃত্ব দিয়ে ২৭ ম্যাচে দলকে জিতিয়েছেন। টেস্টেও ধোনিই ভারতের সফলতম অধিনায়ক। ঘরের মাঠে আসন্ন সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি২০ খেলবে ভারত। শুক্রবার মুম্বাইয়ে দল নির্বাচনের জন্য বসবেন দেশটির নির্বাচকরা। ১৫ জানুয়ারি পুনেতে প্রথম ওয়ানডে। ধারণা করা হচ্ছে, টেস্টের পাশাপাশি এবার ওয়ানডে-টি২০তে অধিনায়কের দায়িত্ব পাবেন বিরাট কোহলি।
×