ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবিধানের মধ্যে থেকেই ইসি পুনর্গঠন চায় আওয়ামী লীগ

প্রকাশিত: ০৮:২৭, ৫ জানুয়ারি ২০১৭

সংবিধানের মধ্যে থেকেই ইসি পুনর্গঠন চায় আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ সংবিধানের মধ্যে থেকেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সংবিধানের বাইরে নয়, সংবিধানের মধ্যে থেকেই ইসি পুনর্গঠনের পক্ষে দলটি। তবে রাষ্ট্রপতি এ ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন, তা মেনেও নেবে তারা। নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগের পক্ষে প্রস্তাব ও সুপারিশমালা তৈরির জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এই কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়ন করে সংগঠনের সভাপতি শেখ হাসিনার কাছে উপস্থাপন করবে। যাচাই-বাছাই শেষে তা আগামী ১১ জানুয়ারি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় প্রস্তাব ও সুপারিশমালা চূড়ান্ত করতে গঠিত কমিটির অন্যান্য সদস্য হলেন- দলের উপদেষ্টাম-লীর সদস্য ব্যারিস্টার শফিক আহমেদ, ড. মহিউদ্দীন খান আলমগীর, রশিদুল আলম, সাবেক রাষ্ট্রদূত মোঃ জমির, এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি ও আইনবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবদুল মতিন খসরু। গঠিত কমিটি শীঘ্রই বৈঠকে বসে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়ন করে তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন। সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুখে যাই-ই বলুক না কেন, আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। তাই এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে, জনগণের কাছে যেতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সরকারের উন্নয়ন ও সফলতাগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। একইসঙ্গে বিএনপি-জামায়াত জোটের নাশকতা-সন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা এবং জঙ্গী-সন্ত্রাসী কর্মকা-গুলোও দেশবাসীর সামনে তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে ইসি পুনর্গঠনে দলীয় অবস্থান ও প্রস্তাবগুলো আলোচনায় প্রাধান্য পায়। এ ছাড়াও আজ ৫ জানুয়ারি দেশব্যাপী আওয়ামী লীগের গণতন্ত্রের বিজয় দিবসের কর্মসূচী পালন এবং আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশ সর্বাত্মক সফল করার বিষয়েও আলোচনা হয় এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রস্তুতির বিষয়টি বৈঠকে তুলে ধরেন। সূত্র জানায়, বৈঠকে জেলা পরিষদ নির্বাচন নিয়েও কথা হয়। এতো বিপুলসংখ্যক বিদ্রোহী প্রার্থীর বিজয়ে কিছু নেতা ক্ষোভ প্রকাশ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কোন কোন নেতা কাজ করেছে সে ব্যাপারে খোঁজখবর নেয়ার জন্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেন। বৈঠকে আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচী নির্ধারণসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্র জানায়, যৌথ সভায় নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে বক্তব্য রাখেন এইচটি ইমাম, সুরঞ্জিত সেনগুপ্ত, রশিদুল আলম এবং সভাপতিম-লীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম। সেখানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে একটি অশুভ মহল ধুম্রজাল সৃষ্টির চেষ্টা করছে। তবে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, ইসি পুনর্গঠন সংবিধানের মধ্যে থেকেই হতে হবে। সংবিধানের আলোকেই সবকিছুর সমাধান বের করতে হবে। উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারি বুধবার বিকেল ৪টায় নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সংলাপ অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটি রাষ্ট্রপতির কাছে ইসি পুনর্গঠনে দলীয় প্রস্তাব ও সুপারিশগুলো তুলে ধরবেন।
×