ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রুহুল আমিন ভূঁইয়া

বড় পর্দায় ব্যস্ত তিশা

প্রকাশিত: ০৬:২৪, ৫ জানুয়ারি ২০১৭

বড় পর্দায় ব্যস্ত তিশা

নুসরাত ইমরোজ তিশা বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী। যিনি টিভি নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেছিলেন। তবে শৈশবে গান দিয়েই শুরু হয় তিশার পথচলা। খুব অল্প সময়ের মধ্যে তার অনবদ্য অভিনয় দিয়ে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় মুখ হয়ে উঠেন। ছোট এবং বড়পর্দা, দুই জগতেরই বাসিন্দা তিশা। দুই পর্দাতেই তার সমান ব্যস্ততা। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি বেশকিছু আলোচিত চলচ্চিত্রেও কাজ করেছেন। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম হয়ে ছিলেন তিনি। গান করতে করতেই ১৯৯৭ সালে অনন্ত হীরার লেখা আর আহসান হাবীবের প্রযোজনায় ‘সাতপেড়ে কাব্য’ নামে একটি নাটকে শিশুশিল্পী হিসেবে শখের বশে অভিনয় করেন। তিশা, রুমানা, নাফিজা ও কণা এই চারজন গঠন করেন ব্যান্ডদল ‘এ্যাঞ্জেল ফোর’। যদিও সে গ্রুপটি বেশি দূর এগোতে পারেনি। এরপর ২০০৩ সালে প্রথম নাটকে অভিনয়ের শুরু। মডেল হিসেবে যাত্রা শুরু করেন মেরিল লিপজেলের বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে। এরপর একে একে কোকাকোলা, সিটিসেল আর কেয়া সাবানের বিজ্ঞাপনে তার অনবদ্য উপস্থিতি দর্শককে মুগ্ধ করে। সেই থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন আপন ভুবনে। তাই অভিনয়ের ব্যস্ততা ও সমসাময়িক বিষয় নিয়ে তার সঙ্গে কথোপকথন। গত বছর অর্থাৎ ২০১৬ সালে টিভি ও চলচ্চিত্রের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। বছরটিতে শামিম আহমেদ রনি পরিচালিত ‘রানা পাগলা-দ্য মেন্টাল’ ও অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে অভিনয় করেছেন। গত ডিসেম্বর মাসে তৌকীর আহমেদের পরিচালনায় ‘হালদা’ ছবিতে কাজ করেছেন তিশা। ছবিটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ছবির শেষ লটের কাজ হয়েছে চট্টগ্রামে। প্রচণ্ড শীতের মধ্যে ‘হালদা’ ছবির শেষ অংশের কাজ করতে হয়েছে। এ ছবিতে আমার চরিত্রের নাম ‘হাসু’। আমাকে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। হালদা পাড়ের মানুষের জীবনের চিত্র তুলে ধরার চেষ্টা করছেন পরিচালক। অনেক ভাল একটি কাজ হয়েছে। আশা করি দর্শক ছবিটি পছন্দ করবেন।’ ‘রানা পাগলা-দ্য মেন্টাল’ ও ‘অস্তিত্ব’ ছবি দু’টিতে তিশাকে যথাক্রমে নাম্বার ওয়ান শাকিব খান ও আরিফিন শুভর বিপরীতে অভিনয় করতে দেখা যায়। এ দুটি ছবিসহ পুরো বছরের কাজের সম্পর্কে জানতে চাইলে তিশা বলেন, ‘আমার প্রতি বছরই ভাল কাটে। ভাল কিছু কাজ দর্শককে উপহার দিতে পারি। কারণ, আমি প্রতি বছরের ভাল কিছু মোমেন্ট মনে করার চেষ্টা করি। খারাপ কিছু মনে করতে চাই না। তাই বলব, ভালই কেটে গেছে ২০১৬ সাল। এ বছরে আমার দুটি ছবি মুক্তি পেয়েছে। আর বছর শেষে এসে আরেকটি ছবি ‘হালদা’র কাজও শেষ করেছি। সব কাজ মিলে ভালই সাড়া পেয়েছি। নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কখনো পরিকল্পনা করে কাজ করি না। তবে ২০১৭-তে আরও ভাল কিছু কাজ করতে চাই। নতুন বছরে দর্শকদের আরও ভালমানের কাজ উপহার দিতে চাই।’ চ্যালেঞ্জিং সব চরিত্রে কাজ করতে পছন্দ করেন তিশা। পতিতাদের জীবন নিয়ে নির্মিত টেলিছবি ‘এক রাইতের স্বোয়ামী’-তে চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গেছে তাকে। টেলিছবিটি পরিচালনা করেছেন মেহেদি হাসান জনি। এছাড়া আবু হায়াত মাহমুদের ‘বোকাবাক্স’ শীর্ষক নাটকে একটি আইটেম গানে কাজ করেন তিনি। গানটির শিরোনাম ছিল ‘যতই ঘুড়ি উড়াও রাতে, নাটাই তো আমার হাতে। এসব কাজ প্রচার হওয়ার পর বেশ সাড়াও পেয়েছেন তিনি। তিশা বলেন, ‘কোন শিল্পীই সবসময় এক ধরনের চরিত্রে কাজ করতে চান না। আমিও তেমনই দেখে শুনে ভিন্ন ভিন্ন গল্পে চরিত্রের ভিন্নতা নিয়ে কাজ করার চেষ্টা করি। এ বছরের কাজগুলোর বেশ ভাল সাড়া পেয়েছি। আর বর্তমানে আমি ভক্তদের সঙ্গে ফেসবুকেও এ্যাকটিভ থাকার চেষ্টা করি।’ ভক্তদের ফিডব্যাক ফলোও করেন এ অভিনেত্রী। এদিকে তিশা মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালনায় ‘ডুব’ ছবির কাজ শেষ করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বলিউডের গুণী অভিনেতা ইরফান খান। ডুব ছবি প্রসঙ্গে প্রশ্ন করলে ছবিটি নিয়ে তিশা বলেন, ‘এরই মধ্যে এ ছবির ডাবিং ও সম্পাদনার কাজ শেষ হয়েছে। আর এ ছবিতে আমার ও ইরফান খানের একদমই ক্যাজুুয়াল এ্যাকটিং ছিল। তার সঙ্গে খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করেছি। তবে ছবিতে কি কাহিনী থাকছে তা এখনই বলতে চাই না।’ ছবিটি কবে মুক্তি পাবে জানতে চাইলে তিশা বলেন, ‘সময় হলে সবকিছু জানানো হবে। এ বিষয়ে এখন কিছুই বলতে চাই না।’ এ ছবিটি নিয়ে তিশার ভাষ্যটা একটু ভিন্ন ধরনের। তিনি বলেন, ‘শুধু এটুকু বলতে পারি এ ছবির ডাবিং শেষ হয়েছে। ছবি মুক্তির তারিখটা আমি জানি না। পরিচালক ও প্রযোজকের সিদ্ধান্তে এ ছবিটি মুক্তি পাবে।’ পুরনো নিয়মে নতুন বছরের প্রথম দিন দেখা মিলল তিশার। ‘আমার অদ্ভুত বউটা’ নাটকের শূটিংয়ের মাধ্যে দিয়ে নতুন বছরে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন জনপ্রিয় দশকপ্রিয় অভিনেত্রী তিশা। কয়েক বছর ধরে ঘটছে ঘটনাটি। নতুন বছরের প্রথম তিন দিন শূটিং করেন নাট্যনির্মাতা সাগর জাহান। নির্মাণ করেন একটি এক ঘণ্টার নাটক। শুধু তা-ই নয়, নতুন বছরের প্রথম নাটকটিতে অভিনয় করেন তিশা। বরাবর এবারও তিশাকেই দেখা গেছে। তবে এবারের নাটকে তিশার পাশাপাশি আছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এবার বর্ষশুরুর নাটকের নাম আমার অদ্ভুত বউটা। বছরের প্রথম দিন থেকে নাটকটির শূটিং হয়েছে গাজীপুরের পুবাইলে। বছরের প্রথম দিনই শূটিং করা প্রসঙ্গে তিশা বললেন, আগের তিন বছরের মতো সাগর ভাই ও আমি আজীবন বছরের প্রথম তিন দিন শূটিং করব। অনেকেই বলেন, বছরের শুরুতে ভাল কাজ করা মানে সারা বছর ভাল কাজ করা। আমার অদ্ভুত বউটা প্রচারিত হবে আসছে বৈশাখে। উল্লেখ্য, এর আগের তিন বছরের প্রথম তিন দিন সাগর জাহান নির্মাণ করেছিলেন যথাক্রমে আংটি, নীল ভালবাসা ও স্ট্রিট সিংগার নামে তিনটি নাটক। সে তিনটিতেও অভিনয় করেছেন তিশা।
×