ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতীয় কারাতে প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: ০৬:২০, ৫ জানুয়ারি ২০১৭

জাতীয় কারাতে প্রতিযোগিতা শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার থেকে শুরু হয়েছে দুইদিনব্যাপী জাতীয় কারাতে প্রতিযোগিতা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম-সচিব অশোক কুমার বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদলসহ অন্যরা। এবারের প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সার্ভিসেস দল থেকে ছেলে ও মেয়েদের ৩০ ক্যাটাগরিতে মোট এক হাজার কারাতেকা অংশ নিচ্ছেন।
×