ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাইফ, তাইবুর ও কাপালীর ডাবল সেঞ্চুরি

প্রকাশিত: ০৬:১৯, ৫ জানুয়ারি ২০১৭

সাইফ, তাইবুর ও কাপালীর ডাবল সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ডের দ্বিতীয়দিনে তিনটি ডাবল শতক হয়েছে। একটি শতক হয়েছে। দেশের হয়ে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ঢাকা বিভাগের সাইফ হাসান (২০৪), একই দলের তাইবুর রহমান (২৪২) ও সিলেটের অলক কাপালী (২০০*) ডাবল শতক করেছেন। দুটি দলই বিশাল স্কোর গড়েছে। এনামুল হক বিজয়ের শতকে দুর্দান্ত অবস্থানে আছে খুলনাও। দ্বিতীয়দিনে তিনটি ডাবল শতক হলেও সাইফের ডাবল শতক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। তিনি যে প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে কম বয়সে দেশের হয়ে ডাবল শতক করেছেন। বাংলাদেশের ২৫তম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ডাবল শতক করেন সাইফ। বাংলাদেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ১৮ বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে ডাবল শতকের রেকর্ড এখন সাইফের। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি বাংলাদেশের ২৯তম ডাবল শতক। প্রথম স্তর ॥ প্রথম স্তরে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে খুলনা ও ঢাকা বিভাগই এগিয়ে রয়েছে। দুইদলই আবার দুর্দান্ত খেলছে। প্রথমদিনে সাইফ ১৩১ রান করে অপরাজিত ছিলেন। তাইবুর ৭০ রানে অপরাজিত ছিলেন। দুইজনই ডাবল শতক হাঁকান। অনুর্ধ-১৯ দলের অধিনায়ক সাইফ ৪১০ বলে ২০ চার ও ১ ছক্কায় ২০৪ রান করেন। আর তাইবুর ৩০২ বলে ২৬ চার ও ১ ছক্কায় ২৪২ রান করেন। চতুর্থ উইকেটে আবার দুইজন মিলে ৩০৪ রানের জুটি গড়েন। তাদের এ জুটিতে ঢাকাও আগেরদিন ৩০০ রান করে। দ্বিতীয়দিনে আরও ২৮৮ রান যোগ করে ৬ উইকেটে ৫৮৮ রান করে ইনিংস ঘোষণা করে। এরপর বরিশাল ৬ উইকেট হারিয়ে ১০১ রান করে ৪৮৭ রানে পিছিয়ে রয়েছে। প্রথমদিনে খুলনা ২০৭ রানের বেশি করতে পারেনি। ঢাকা মেট্রো ৩ উইকেটে ৩৭ রান করেছিল। দ্বিতীয়দিনে ১২২ রানেই গুটিয়ে যায় বরিশাল। এরপর আবার ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়ের ১২২ রানে ৩ উইকেট হারিয়ে ২৭২ রান করে ৩৫৭ রানে এগিয়ে রয়েছে খুলনা। দ্বিতীয় স্তর ॥ দ্বিতীয় স্তরে শেষ রাউন্ডে রংপুর ও রাজশাহীর মধ্যেই লড়াই চলছে। প্রথম ইনিংসে রংপুর দুর্দান্ত করেছে। রাজশাহীকে ১৯১ রানে অলআউট করে দিয়ে ধীমান ঘোষের ৯৭ রানে ৩৫১ রান করেছে রংপুর। এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১ উইকেটে ৪২ রান করে রাজশাহী। রাজশাহী ১১৮ রানে পিছিয়ে রয়েছে। দিনের আরেক ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে দুর্বার হয়ে উঠেছে সিলেট। ২৬৬ বলে ১২ চার ও ১০ ছক্কায় অপরাজিত ২০০ রান করা অলক কাপালীর দুর্দান্ত এ ইনিংসে ৭ উইকেটে ৫৫৫ রান করে ইনিংস ঘোষণা করে সিলেট। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে চট্টগ্রাম। ৪৪০ রানের পিছিয়ে রয়েছে তারা।
×