ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইসিসির ‘হল অব ফেমে’ আর্থার মরিস

প্রকাশিত: ০৬:১৯, ৫ জানুয়ারি ২০১৭

আইসিসির ‘হল অব ফেমে’ আর্থার মরিস

স্পোর্টস রিপোর্টার ॥ ৮২তম ক্রিকেটার হিসেবে আইসিসির হল অব ফেমে সম্মানিত করা হলো অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান প্রয়াত আর্থার মরিসকে। ১৯৪৮ সালের এ্যাশেজে কিংবদন্তি ডন ব্র্যাডম্যান থাকাকালে তিনি হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ক্যারিয়ারে ৪৬ টেস্ট খেলা মরিস ৪৬.৪৮ গড়ে ১২টি সেঞ্চুরি ও সমান হাফসেঞ্চুরিতে ৩৫,৩৩ রান করেছিলেন। যেখানে তার সর্বোচ্চ স্কোর ছিল ২০৬। ২০১৫ সালের আগস্টে ৯৩ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান তিনি। সিডনিতে চলমান অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার টেস্ট চলাকালীন চা পানের বিরতিতে স্টিভ ওয়াহ’র কাছ থেকে মরিসের ব্যক্তিগত ক্যাপ গ্রহণ করেন তার স্ত্রী জুডিথ মরিস। এ সময় তিনি বলেন, ‘এই পুরস্কারটি দারুণ সম্মানের। এটা আমাদের তার কথা স্মরণ করিয়ে দেবে।’ ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইসডেন ১৯৪৮ সালের সেরা ক্রিকেটার হিসেবে মরিসের নাম উল্লেখ করে। এছাড়া ২০০০ শতকের সেরা অস্ট্রেলিয়ান দলেও নাম লেখান হয়েছিল তার। একই বছর তাকে অস্ট্রেলিয়ান ‘হল অব ফেমে’ সম্মানিত করা হয়। মারা যাওয়ার দেড় বছর পর এবার পেলেন ক্রিকেট বাইবেলের স্বীকৃতি, জায়গা করে নিলেন সর্বোচ্চ সংস্থা আইসিসির ‘হল অব ফেমে’। সাম্প্রতিক তারকাদের মধ্যে এই তালিকায় স্থান পাওয়া শেন ওয়ার্ন (২০১৩)-স্টিভ ওয়াহ (২০০৯) অন্যতম।
×