ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবসরে আফগান তারকা নওরোজ মঙ্গল

প্রকাশিত: ০৬:১৯, ৫ জানুয়ারি ২০১৭

অবসরে আফগান তারকা নওরোজ মঙ্গল

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার নওরোজ মঙ্গল। তিনি দেশটির জাতীয় দলের প্রথম অধিনায়ক এবং ক্রীড়াঙ্গনের অন্যতম বড় তারকা। মজার বিষয়, গত বছর অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলা মঙ্গল অবসরের আগেই আফগান ক্রিকেট দলের নির্বাচকম-লীর প্রধানের দায়িত্ব পান। ৩২ বছর বয়সেই তাই ব্যাট-বল তুলে রাখলেন। মাঠের সবুজ জমিন ছেড়ে নামলেন পেছনের গুরুত্বপূর্ণ ভূমিকায়। ক্যারিয়ারে ৪৯ ওয়ানডে ও ৩০টি টি২০ খেলে করেছেন ১১৩৯ ও ৪৫৪ রান। ১৩ বছর আগে ওমানের বিপক্ষে আফগানদের প্রথম আন্তর্জাতিক ম্যাচের সদস্য ছিলেন। মঙ্গল আফগানিস্তানের ইতিহাসে হাজারের ওপরে রান করা পাঁচ ব্যাটসম্যানেরও একজন । ওয়ানডেতে সেঞ্চুরি ২টি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে মর্যাদা পাওয়ার পর আফগানিস্তান প্রথম ম্যাচ খেলে ২০০৯ সালের এপ্রিলে। ২০১১ বিশ্বকাপের প্লে-অফের পঞ্চম ম্যাচে তারা স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামে। ৮৯ রানের দারুণ জয়ে উদ্ভাসিত শুরু। সেদিন অধিনায়ক ছিলেন এই নওরোজ মঙ্গল। ব্যাট হাতে করেছিলেন ৩২ রান, এরপর বল হাতে ১ ওভারে ২ রান দিয়ে ১ উইকেট। অবশ্য তার আগে ২০০৭ সালেই তিনি দলের নেতৃত্ব পেয়েছিলেন। ২২ ওয়ানডে ও ১৩ টি২০তে অধিনায়কত্ব করে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে জিতিয়েছেন যথাক্রমে ১২ ও ১৩ ম্যাচে।
×