ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ সফর নিশ্চিত অস্ট্রেলিয়ার!

প্রকাশিত: ০৬:১৮, ৫ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ সফর নিশ্চিত অস্ট্রেলিয়ার!

স্পোর্টস রিপোর্টার ॥ অনাকাক্সিক্ষত কিছু না ঘটলে স্থগিত হয়ে যাওয়া সিরিজ খেলতে এ বছরই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। খোদ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ) প্রধান জেমস সাদারল্যান্ড স্পষ্টভাবে সেটি জানিয়ে দিয়েছেন। বুধবার স্থানীয় এবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি গত বছরের শেষদিকে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে গিয়েছিল। ইংলিশদের ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত উঁচুমানের। ওই সময় আমরা আমাদের নিরাপত্তা প্রধান শন ক্যারলকে ৮-১০ দিনের জন্য বাংলাদেশে পাঠিয়েছিলাম। তিনি আমাদের সম্যক ধারণা দিয়েছেন। আচমকা অনাকক্সিক্ষত কিছু না ঘটলে এ বছরই আমরা সেখানে যেতে চাই। সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।’ ২০১৫’র অক্টোবরে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু একাধিক বিদেশী গুপ্তহত্যার পর সেটি বন্ধ হয়ে যায়। দেশটির সরকার তখন এক সতর্কবার্তায় বলেছিল, বিশেষ করে ওই সফরের সময় ‘অস্ট্রেলীয় স্বার্থের’ ওপর জঙ্গী হামলার শঙ্কা রয়েছে। অসিরা এরপর গত বছর শুরুর দিকে অনুর্ধ-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয়। গুলশানের এক রেস্টুরেন্টে বন্ধুকধারীদের হামলায় ব্যাপক প্রাণহানীর পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে। ইংল্যান্ডের নিয়মিত বাংলাদেশ সফর নিয়ে চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়। দফায় দফায় নিরাপত্তা পর্যালোচনার পর শেষ পর্যন্ত নির্বিঘেœই সিরিজ খেলে যায় এ্যালিস্টর কুক-জস বাটলারের দল। যা অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত নিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে তারা প্রতিমুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। সিএ বস বলেন, ‘বর্তমান বিশ্বে যে কোন মুহূর্তে যে কোন কিছুই ঘটতে পারে। আমরা পরিস্থিতির ওপর টানা নজর রাখব।’ সাদারল্যান্ড আরও যোগ করেন, ‘এ বছর বাংলাদেশ সফরে যাচ্ছি এটা ধরে নিয়েই আমরা আমাদের ক্রিকেটীয় পরিকল্পনা ঠিক করছি। বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড (বিসিবি) যে ধরনের নিরাপত্তা ব্যবস্থার কথা বলছে, সেটা অবশ্যই স্বস্তির বিষয়। এই মুহূর্তে দুটি টেস্ট খেলার কথাই ভাবছি।’ তবে যে কোন অবস্থায় ক্রিকেটারদের নিরাপত্তাই প্রধান বিবেচ্য বলেও জানিয়েছেন তিনি, ‘যদিও বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়া একটু চাপের মধ্যে আছে, তবে নিরাপত্তার মানের ব্যাপারে আমরা এতটুকু ছাড় দেব না। নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি পর্যালোচনায় সন্তুষ্ট হওয়ার পরই আমরা এই সফরে যাব। আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তাই প্রধান বিবেচ্য। আমরা এসব দেখেই পুরো বিষয়টা বিচার করব।’ চলতি বছর বিদেশে টাইগারদের ঠাসা সূচী, আগস্ট-সেপ্টেম্বরে সামান্য যে ফুরসত, তখনই হতে পারে আলোচিত এই সিরিজ।
×