ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ৮

প্রকাশিত: ০৬:০৫, ৫ জানুয়ারি ২০১৭

ঠাকুরগাঁওয়ে দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ৮

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৪ জানুয়ারি ॥ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বুধবার ঠাকুরগাঁওয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পুলিশ ১০ রাউন্ড টিয়ারশেল ও ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী পালনের উদ্দেশে বুধবার সকাল থেকে সংগঠনের মিজান-সৌরভ গ্রুপের অসংখ্য কর্মী জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে র‌্যালি বের করার জন্য সেখানে জড়ো হতে শুরু করে। বেলা ১টার দিকে ছাত্রলীগের রনি-পুলক অপর গ্রুপের নেতাকর্মী বলাকা সিনেমা হলের সামনে থেকে র‌্যালি নিয়ে শহর প্রদক্ষিণ শুরু করে। এ সময় তারা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে দুই গ্রুপের কর্মীরা লাঠিসোটা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টাধাওয়াসহ ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ উভয় গ্রুপের মাঝে বেড়িকেড দিয়ে ও জেলা আওয়ামী লীগের নেতারা আপ্রাণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ১০ রাউন্ড টিয়ারশেল ও ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে এবং শহরের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। ২ ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও শহরে থমথমে অবস্থা বিরাজ করে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।
×