ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান ॥ আটক ২

প্রকাশিত: ০৬:০৫, ৫ জানুয়ারি ২০১৭

মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান ॥ আটক ২

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, ৪ জানুয়ারি ॥ কক্সবাজার জেলার উপকূলীয় দ্বীপ মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে পাহাড়তলী গ্রামের গহীন পাহাড়ী জঙ্গলে অস্ত্র তৈরির কারখানায় ২২টি দেশী অস্ত্র, ২২ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ আব্দুল মাবুদ ও আবু তাহের নামের দুই কারিগরকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৪টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শূটার গান, ১টি থ্রি কোয়ার্টার বন্দুক, ১টি দেশী রাইফেল ও ১৭ রাউন্ড শর্টগানের তাজা গুলি, ৪ রাউন্ড .৩০৩ রাইফেলের গুলি, ১ রাউন্ড শর্টগানের গুলির খোসা, অস্ত্র তৈরির সরঞ্জামাদি যথা- ড্রিল মেশিন ১টি, বন্দুক তৈরির পাইপ ৩টি, হেক্সো ব্লেড ১৫টি, র‌্যাত ৫টি, পাস ২টি, এয়ার মেশিন ১টি, ছেনা ৫টি, সান পাথর ১টিসহ অস্ত্র তৈরির কারিগর বড় মহেশখালী মুন্সির ডেইল, পাহাড়তলী এলাকার মৃত আজম উল্লাহর ছেলে আব্দুল মাবুদ ও ছোট মহেশখালী আহাম্মদিয়া কাটা এলাকার কবির আহম্মদের আবু গ্রেফতার করা হয়। আব্দুল মাবুদ ২০০৬ সালে অস্ত্র তৈরির সরঞ্জামসহ র‌্যাব-৭ এর কাছে গ্রেফতার হয়ে ৪ বছর কারা ভোগ করে জামিনে বেরিয়ে এসে পুনারায় অস্ত্র তৈরির কাজে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
×