ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাসিকের বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবি

প্রকাশিত: ০৬:০৩, ৫ জানুয়ারি ২০১৭

রাসিকের বর্ধিত  হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্ধিত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে হরতালের পর ফের নতুন কর্মসূচী ঘোষণা করেছে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। কর্মসূচী অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি নগরীতে গণঅনশন কর্মসূচীর ডাক দেয়া হয়েছে। বুধবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে গণঅনশন কর্মসূচীর ঘোষণা করেন নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১৪ জানুয়ারি রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে গণঅনশন কর্মসূচী পালন করা হবে। এসময় সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
×