ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মানববন্ধন

প্রকাশিত: ০৬:০৩, ৫ জানুয়ারি ২০১৭

চট্টগ্রামে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মানববন্ধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সদ্য জাতীয়করণ কলেজ শিক্ষকদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির বিরুদ্ধে মাঠে নেমেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। তাদের মতে, জাতীয়করণ শিক্ষকরা সরাসরি ক্যাডারে অন্তর্ভুক্ত হলে বিদ্যমান বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা জ্যেষ্ঠতা হারাবে। নতুন জাতীয়করণ কলেজ শিক্ষকদের ননক্যাডারে অন্তর্ভুক্ত করে নিজ নিজ কলেজের মধ্যেই সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছে সমিতির নেতৃবৃন্দ। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বুধবার চট্টগ্রামেও পালিত হয় সরকারী কলেজ শিক্ষকদের কর্মসূচী। নগরীর চট্টগ্রাম সরকারী কলেজ, সরকারী সিটি কলেজ ও হাজী মুহম্মদ মহসিন কলেজে অনুষ্ঠিত হয় মানববন্ধন। নেতৃবৃন্দ বলেন, শিক্ষার মানোন্নয়ন ও প্রসারে সরকার বিভিন্ন উপজেলায় বেসরকারী কলেজকে সরকারীকরণের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বক্তব্য রাখেন অধ্যাপক মজিবুর রহমান, ড. বিপ্লব গাঙ্গুলী, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক অঞ্জন কুমার নন্দী।
×