ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইস্তানবুলে হামলাকারী সিরিয়ায় প্রশিক্ষণ নিয়ে থাকতে পারে

প্রকাশিত: ০৬:০১, ৫ জানুয়ারি ২০১৭

ইস্তানবুলে হামলাকারী সিরিয়ায় প্রশিক্ষণ নিয়ে থাকতে পারে

ইস্তনবুুলের একটি নাইটক্লাবে গুলি চালিয়ে ৩৯ জনকে হত্যার ঘটনায় এখনও ধরা ছোঁয়ার বাইরে থাকা হামলাকারী গেরিলা যুদ্ধে অভিজ্ঞ আছে এবং সে সিরিয়ায় প্রশিক্ষণও নিয়ে থাকতে পারে। মঙ্গলবার একটি পত্রিকার খবরে এবং নিরাপত্তা সূত্রে এমন কথাই বলা হয়েছে। গত রবিবার খ্রিস্টীয় নতুন বছরের প্রথম প্রহরে ইস্তনবুুলের জনপ্রিয় রেইনা নাইটক্লাবে হামলা হয়। নতুন বছরকে স্বাগত জানাতে ক্লাবটিতে জড়ো হওয়া প্রায় ৬০০ লোকের ওপর বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বন্দুকধারী। জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের প্রতিশোধেই নাইটক্লাবে বড়দিনের উৎসবে হামলাটি চালানো হয়েছে বলে জানায় তারা। এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, হামলাকারীর নিশ্চিতভাবেই গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা আছে। সে সিরিয়াতেও কয়েক বছর যুদ্ধ করে থাকতে পারে। তার দলই হয়ত তাকে নির্দেশনা দিয়েছে। দ্য হাবেরতুর্ক পত্রিকা বলেছে, পুলিশী তদন্তে দেখা গেছে, বন্দুকধারী সিরিয়া থেকে তুরস্কে প্রবেশ করেছে এবং নবেম্বরে কনিয়া নগরীতে গেছে। -ইয়াহু নিউজ
×