ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ধ্বংসের ১২৮ বছর পরে...

প্রকাশিত: ০৬:০১, ৫ জানুয়ারি ২০১৭

ধ্বংসের ১২৮ বছর পরে...

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের তারাওয়েরা পর্বত সোপানের রোটোমাহানা হ্রদের তলদেশের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। যেটি ১৮৮৬ সালে মাউন্ট তারাওয়েরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে পাশের রোটোমাহানা হ্রদের তলদেশে লুকিয়ে ছিল। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দীর্ঘ তিন বছরের অভিযান শেষে অত্যাশ্চর্য গোলাপি-সাদা সোপানটির ধ্বংসাবশেষের অবস্থানস্থল চিহ্নিত করেন তারা। প্রথম ছবিতে একটি বৃত্তাকার পাথুরে পথ একপাশ থেকে অন্যপাশে ঢালু হয়ে নেমেছে। অন্য ছবিতে সাদা একটি সোপান ফ্যাকাশে শিলার আকারে দাঁড়িয়ে রয়েছে। পুরনো রোটোমাহানা হ্রদের বিপরীত তীরে ১০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ছিল সেটি। অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৃষ্টিটিকে কখনও কখনও পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসেবে বর্ণনা করা হতো। ১৮৮৬ সালের ১০ জুন ভোররাতে তারাওয়েরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের বিস্ফোরণের শব্দ ৬৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ক্রাইস্টচার্চ থেকেও শোনা যায়। এ অগ্ন্যুৎপাতে পার্শ্ববর্তী ছোট গ্রাম মাওরিসের ১২০ বাসিন্দা মারা যান। -ওয়েবসাইট
×