ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জার্মানিতে সর্বাধিক বিক্রি হিটলারের মেইন ক্যাম্প

প্রকাশিত: ০৬:০০, ৫ জানুয়ারি ২০১৭

জার্মানিতে সর্বাধিক  বিক্রি হিটলারের  মেইন ক্যাম্প

জার্মানিতে এক বছর আগে পুনঃমুদ্রিত একনায়ক এ্যাডলফ হিটলারের লেখা ‘মেইন ক্যাম্প’ বইটি দেশটিতে সর্বাধিক বিক্রি হয়েছে। ৭০ বছর নিষিদ্ধ থাকার পর জার্মানিতে গত বছরের জানুয়ারিতে কুখ্যাত এই নাৎসি নেতার আত্মজীবনী ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা বইটির বিশেষ সংস্করণ প্রকাশ পায়। খবর ইয়াহু নিউজের বইটিতে হিটলারের আদর্শিক ধ্যান-ধারণা রয়েছে যা নাৎসিবাদের মূলভিত্তি, যাতে ইহুদির প্রতি ঘৃণা-বিদ্বেষ ছড়িয়েছে। এরই পথ ধরে পরবর্তীকালে ইতিহাসের ভয়াবহতম গণহত্যা সংঘটিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই ছিল জার্মানিতে প্রথম পুনঃমুদ্রণ। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর গ্রন্থস্বত্বে¡র মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ২০১৬ সালের জানুয়ারিতে বইটি পুনঃমুদ্রিত হয়। অবশ্য যে বইটি লাখো মানুষকে নাৎসি ধ্যান-ধারণায় প্রেরণা যুগিয়েছে তা যেন নতুন প্রজন্মকেও আচ্ছন্ন না করে সেজন্য এতে ব্যাখ্যামূলক একটি অধ্যায় এবং ৩ হাজার ৫০০ টিকা যুক্ত করা হয়েছে। প্রকাশকদের বিস্মিত করে ইতোমধ্যে বইটি জার্মানির বাজারে ৮৫ হাজার কপি বিক্রি হয়েছে। বইটির প্রকাশনা সংস্থা দ্য ইনস্টিটিউট ফর কনটেম্পোরারি হিস্ট্রির (আইএফজেড) প্রধান আন্দ্রিয়াস জেরিং বলেন, বিক্রির এই পরিসংখ্যান রীতিমতো বিস্ময়কর। ১৯২৪-১৯২৬ সালের মধ্যে হিটলার ‘মেইন ক্যাম্প’ লিখেছিলেন।
×