ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লেনদেন ও দরবৃদ্ধিতে এগিয়ে রাষ্ট্রায়ত্ত কোম্পানি

পুুঁজিবাজারে টানা ১০ দিন সূচক বাড়ল

প্রকাশিত: ০৫:৫৮, ৫ জানুয়ারি ২০১৭

পুুঁজিবাজারে টানা ১০ দিন সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত বছরের নবেম্বর থেকেই দেশের পুঁজিবাজারে উর্ধগতি বজায় রয়েছে। এই ধারায় প্রতিদিনই পুঁজিবাজারে সূচক ও লেনদেনের উস্ফলন দেখা যাচ্ছে। একটানা ১০ দিনের উর্ধমুখী ধারায় বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৫৬ পয়েন্টে অবস্থান করছে। দিনটিতে উভয় বাজারেই তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে। তবে দিনটিতে বস্ত্র খাতের আর্গন ডেনিমস নামের কোম্পানিটি লেনদেন ও চাহিদার শীর্ষে ছিল। এদিকে বুধবার ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। ডিএসইতে এক হাজার ২০৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৮১ কোটি ৯৮ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ৩৯১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৫৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আর্গন ডেনিমস, বেক্সিমকো, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, জিপিএইচ ইস্পাত, ডেসকো, ইফাদ অটোস, এ্যাপোলো ইস্পাত, ফার কেমিক্যাল, কেয়া কসমেটিকস ও বিডি থাই। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : আর্গন ডেনিমস, অগ্নি সিস্টেম, বাংলাদেশ শিপিং, জেমিনি সী ফুড, এনভয় টেক্সটাইল, গোল্ডেন সন, জিপিএইচ ইস্পাত, তুং হাই নিটিং, ইনপেক ও ইউনিয়ন ক্যাপিটাল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : মেঘনা পেট, ঝিল বাংলা সুগার, মেঘনা কনডেন্স মিল্ক, শ্যামপুর সুগার, দুলা মিয়া কটন, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, রহিমা ফুড, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও সামাতা লেদার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৬৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আর্গন ডেনিমস, জিপিএইচ ইস্পাত, বেক্সিমকো, আরএন স্পিনিং, কেয়া কসমেটিকস, আরএসআরএম স্টিল, এ্যাপোলো ইস্পাত, ফার কেমিক্যাল, বিডি থাই ও ইয়াকিন পলিমার।
×