ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতের প্রবৃদ্ধি হবে চীনের চেয়ে বেশি

প্রকাশিত: ০৫:৫৮, ৫ জানুয়ারি ২০১৭

ভারতের প্রবৃদ্ধি হবে চীনের চেয়ে বেশি

চলতি এবং আগামী অর্থবছর ভারতের অর্থনৈতিক উন্নয়ন চীনের তুলনায় বেশি হবে। এমনটাই জানিয়েছে জাতিসংঘ। এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার বিষয়ে জাতিসংঘের করা গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬ শতাংশ। এ সময়টায় দেশটিতে বিদেশী বিনিয়োগও স্থিতিশীল থাকবে বলে জানানো হয়েছে। বৃষ্টিপাত স্বাভাবিক থাকলে প্রবৃদ্ধি বাড়বে কৃষি খাতেও। তবে রিপোর্টে বলা হয়, এ সময়টায় চীনের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ, যা বেজিংয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম। -অর্থনৈতিক রিপোর্টার
×