ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মতিঝিলে চলছে বিসিকের হেমন্তমেলা

প্রকাশিত: ০৫:৫৭, ৫ জানুয়ারি ২০১৭

মতিঝিলে চলছে বিসিকের হেমন্তমেলা

ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণে রাজধানীর মতিঝিলে বিসিকের উদ্যোগে চলছে হেমন্তমেলা। বিসিক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা দেশের নানা প্রান্ত থেকে তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছেন। শতভাগ দেশী এসব পণ্যে ক্রেতাদেরও আগ্রহের কমতি নেই। দেশের প্রধানতম বাণিজ্যিক এলাকা মতিঝিলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়ন সংস্থা-বিসিকের আয়োজনে পহেলা জানুয়ারি থেকে শুরু হয়েছে কুটির শিল্প সামগ্রী নিয়ে হেমন্তমেলা। দেশের নানা প্রান্তের ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্যসামগ্রীসহ অংশ নিয়েছেন মেলায়। ঐতিহ্যবাহী নকশিকাঁথা, হাতে তৈরি বাহারি ডিজাইনের রং-বেরঙের পোশাক ছাড়াও প্রতিদিনের ব্যবহার্য পণ্যেও ছিল গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া। দেশীয় ডিজাইনের এসব পণ্য আকৃষ্ট করেছে মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীকে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা খোলা থাকবে। শেষ হবে পাঁচ জানুয়ারি। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×