ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ বছর আরও ৭ প্রতিষ্ঠান অর্থনৈতিক অঞ্চল করার সুযোগ পাবে

প্রকাশিত: ০৫:৫৭, ৫ জানুয়ারি ২০১৭

এ বছর আরও ৭ প্রতিষ্ঠান অর্থনৈতিক অঞ্চল করার সুযোগ পাবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ এ বছর আরও ৭টি প্রতিষ্ঠান অর্থনৈতিক অঞ্চল করার অনুমতি পাবে। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার এমনই পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার রাজধানীর কাওরানবাজারে বেজার সম্মেলন কক্ষে দেশের দ্বিতীয় বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চলকে পূর্ণাঙ্গ সনদ প্রদান অনুষ্ঠানে একথা বলেন, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এ সময় তিনি বলেন, বেসরকারী খাতকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা প্রদান করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা। ইতোমধ্যে ১০টি প্রতিষ্ঠানকে ১৩টি বেসরকারী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার প্রাক-যোগ্যতা সনদ প্রদান করেছে বেজা। এর আগে পূর্ণাঙ্গ অর্থনৈতিক অঞ্চল হিসেবে সনদ পায় মেঘনা অর্থনৈতিক অঞ্চল।
×