ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহজশর্তে ঋণ দেবে ফার্মার্স ব্যাংক

প্রকাশিত: ০৫:৫৭, ৫ জানুয়ারি ২০১৭

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহজশর্তে ঋণ দেবে ফার্মার্স ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর ডিএনসিসি মার্কেটে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহজশর্তে ফার্মার্স ব্যাংক ঋণ দেবে বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্যাংকটির চেয়ারম্যান মহিউদ্দিন খান আলমগীর। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেট পরিদর্শনে এসে বুধবার দুপুর ২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যারা আছেন তারা ফার্মার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনা করে সহজশর্তে আর্থিক সহায়তা নিতে পারবেন। মহিউদ্দিন খান আলমগীর বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির শক্তি। এই অগ্নিকা-ে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনাদের পুনর্বাসনে আর্থিক সহায়তা দিতে ফার্মার্স ব্যাংক এগিয়ে এসেছে। এই ব্যাংকের দুটি শাখা আছে। দুটি শাখায় আপনারা যোগাযোগ করতে পারেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সহযোগিতা করতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সোমবার দিনগত রাত আড়াইটায় অগ্নিকা-ে গুলশান-২ ডিএনসিসি মার্কেট পুড়ে যায়। এতে মুদি ও কাঁচাবাজার অংশটি ধসে পড়ে।
×