ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দূষণ রোধে উদ্যোগ না নিলে চামড়া শিল্পের সম্ভাবনা অধরাই রয়ে যাবে

প্রকাশিত: ০৫:৫৭, ৫ জানুয়ারি ২০১৭

দূষণ রোধে উদ্যোগ না নিলে চামড়া শিল্পের সম্ভাবনা অধরাই রয়ে যাবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছর চামড়া ও চামড়াজাত পণ্যকে অগ্রাধিকার দিয়ে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছে। সরকারের এই ঘোষণাকে ইতিবাচক উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, বাজার সক্ষমতা বাড়াতে পরিবেশ সম্মত উপায়েই হতে হবে চামড়াজাত পণ্যের উৎপাদন। আর ট্যানারি মালিকরা বলছেন, এ শিল্পের চলমান সঙ্কট উত্তরণের পথে অন্যতম বাধা সাভারের নতুন শিল্পনগরীতে বরাদ্দ দেয়া জমির মালিকানা এখনও বুঝে না পাওয়া। রফতানি আয় ও কর্মসংস্থান, উভয় ক্ষেত্রেই দেশের অর্থনীতিতে দ্বিতীয় অবস্থানে চামড়া শিল্প। তবে নানা চড়াই-উতরাই অতিক্রম করা এ শিল্পের প্রাপ্তি, প্রত্যাশার তুলনায় অনেকটাই কম। এমন পরিস্থিতিতেই চলতি বছরের জন্য প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে চামড়া ও চামড়াজাত পণ্যকে। এ ঘোষণার পর চামড়া শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে নেয়া হবে নতুন উদ্যোগ, এটাই স্বাভাবিক। তবে পরিবেশ দূষণ রোধে ব্যাপক উদ্যোগ না নিলে এ শিল্পের সম্ভাবনা অধরাই রয়ে যাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলেন, পরিবেশগত মানদ-ে চামড়া সব সময় পিছিয়ে ছিল। এটাকে গ্রিন কারখানা হিসেবে দেশের ভেতরে ও বাইরে ব্যবস্থা নেয়া উচিত। চামড়া শিল্পের টেকসই উন্নয়নে গতি আনতে সাভার চামড়া শিল্পনগরীতে বরাদ্দ দেয়া জমির মালিকানা দ্রুত হস্তান্তর করার দাবি শিল্প মালিকদের। তারা বলেন, বিসিক শিল্পনগরীতে যে জমি বরাদ্দ দেয় হয়েছে, জমিটা তাড়াতাড়ি বুঝে পেলে ব্যাংকে মর্টগেজ দিয়ে স্বল্পসুদে দীর্ঘমেয়াদি ঋণ পেলে। চামড়া শিল্পকে নিয়ে আগামী দিনে যে ভিশন আছে তা পূরণ করা সম্ভব হবে।
×