ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোর চেম্বারের নির্বাচন আবারও অনিশ্চিত

প্রকাশিত: ০৫:৫৬, ৫ জানুয়ারি ২০১৭

যশোর চেম্বারের  নির্বাচন আবারও  অনিশ্চিত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। চেম্বারের প্রশাসক ও নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান না থাকার কারণে মঙ্গলবার জেলা প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে নির্বাচন পেছানোর জন্য বলেছেন। যে কারণে আগামী ৯ জানুয়ারি চেম্বারের নির্বাচন হচ্ছে না। যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন বোর্ডের আহ্বায়ক যুব উন্নয়ন অধিদফতর যশোরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহাবুব জানান, চেম্বারের প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল হাসান পদোন্নতি পেয়ে যশোর থেকে চলে গেছেন গত ডিসেম্বর মাসে। যেকারণে গুরুত্বপূর্ণ দু’টি পদ শূন্য অবস্থায় পড়ে রয়েছে। এতে করে আমরা নির্বাচন পরিচালনার জন্য ব্যয় বহন করতে পারছি না। আবার আপীল বোর্ডের চেয়ারম্যান না থাকায় প্রার্থীরা আপীলও করতে পারছেন না। এই অনিশ্চিয়তায় মঙ্গলবার আমি জেলা প্রশাসককে চিঠি দিয়ে জানিয়েছি, নির্বাচন পরিচালনা করা অসম্ভব। জেলা প্রশাসক ড. হুমায়ন কবীর জানান, চেম্বার অব কমার্স থেকে চিঠি পাবার পর আমি বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি নির্বাচন পেছানোর জন্য। গত ৮ ডিসেম্বর ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সাধারণ শ্রেণীর প্রার্থী রয়েছেন ৩২ জন, সহযোগী শ্রেণীর ১৫ জন এবং একজন গ্রুপ শ্রেণীর প্রার্থী রয়েছেন। আগামী ৯ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবার কথা। প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ নবেম্বর সরকার যশোর চেম্বার অব কমার্সের অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এরপর তিনদফা নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও নির্বাচন করতে পারেননি তিনি।
×