ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রকাশিত সংবাদ নিয়ে বায়রার প্রতিবাদ

প্রকাশিত: ০৫:৫৫, ৫ জানুয়ারি ২০১৭

প্রকাশিত সংবাদ  নিয়ে বায়রার  প্রতিবাদ

বুধবার দৈনিক জনকণ্ঠের শেষের পাতায় ‘মালয়েশিয়ার শ্রমবাজারে ফের অশনি সঙ্কেত’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)। বায়রার সচিব আব্দুল্লাহ-আল-বাকী স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ কথা জানানো হয়েছে। প্রতিবাদলিপিতে বলা হয়েছে, জনকণ্ঠের সংবাদে দশ জনশক্তি রফতানিকারকের সিন্ডিকেট মালয়েশিয়ার শ্রমবাজারটিকে অস্থির করে তুলেছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া এই সিন্ডিকেট এককভাবে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ করতে যাওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে বলা হয়েছে। তবে প্রকৃত তথ্য হচ্ছে, মালয়েশিয়ায় জনশক্তি রফতানির বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সে মোতাবেক মন্ত্রণালয় থেকে ১৫৬টি জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠানের তালিকা মালয়েশিয়ায় প্রেরণ করা হয়েছে। মালয়েশিয়ার সরকার কিংবা সেখানকার নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে কোন জনশক্তি রফতানিকারকের মাধ্যমে কর্মী নিয়োগ করবে সেটা তাদের বিষয়। এ বিষয়ে মন্ত্রণালয় বা বায়রা কোন বিশেষ সিন্ডিকেট গঠন করেনি। এছাড়া প্রকাশিত সংবাদে উপস্থাপিত অন্য তথ্যগুলো সঠিক নয় বলে দাবি করা হয়েছে বায়রার প্রতিবেদনে।
×