ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের রজতজয়ন্তী উদযাপন

প্রকাশিত: ০৫:৫৪, ৫ জানুয়ারি ২০১৭

বিএএফ শাহীন ইংলিশ  মিডিয়াম স্কুলের  রজতজয়ন্তী উদযাপন

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা বুধবার স্কুল প্রাঙ্গণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্টের মধ্য দিয়ে সাড়ম্বরে পালন করেছে রজতজয়ন্তী উৎসব-২০১৭। বিভিন্ন প্রশংসনীয় কর্মকা- এবং মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে স্কুলটি বাংলাদেশের সাংস্কৃতিকে তুলে ধরে তার যাত্রার পঁচিশ বছর পূর্ণ করছে। প্রধান অতিথি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি, দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকগণ বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোঃ মামুনুর রশীদ, এএফডব্লিউসি, পিএসসি, স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং শুভাকাক্সক্ষীদের অভিনন্দন জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের সামগ্রিক কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন, বিএএফ সেমস্ হয়ে উঠবে শহরের অন্যান্য প্রতিষ্ঠানের অনুসরণীয় আদর্শ। রজতজয়ন্তী উৎসব উপলক্ষে তিনি বিএএফ সেমস্ পরিবারের সকল সদস্যকে অভিনন্দন জানান এবং গত পঁচিশ বছর ধরে বিভিন্নভাবে বিএএফ সেমস্কে সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতেও তারা বিভিন্ন প্রয়োজনে নিঃস্বার্থ ও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন দুজন নিবেদিতপ্রাণ শিক্ষকের অবদানের কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রাক্তন দু’ শিক্ষার্থীর শিক্ষা ও বিতর্কের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনকে স্বীকৃতি দেয়া হয়। সন্ধ্যায় প্রাক্তন শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করেন। ওই সঙ্গীতানুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্বনামধন্য সঙ্গীত শিল্পী অর্ণব এবং শীর্ষস্থানীয় ব্যান্ড দল ওয়ারফেজের সঙ্গীত পরিবেশনা। -আইএসপিআর
×