ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গির্জার শহর!

প্রকাশিত: ০৫:৪৯, ৫ জানুয়ারি ২০১৭

গির্জার শহর!

তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত পার্বত্যাঞ্চলে মধ্যযুগীয় আনি শহরের ইতিহাস-ঐতিহ্য- গৌরবগাথা-শিল্পকলার সংরক্ষণে তৈরি হয়েছিল একটি জাদুঘর। খ্রিস্টপূর্ব এক হাজার অব্দে ব্রোঞ্জ যুগ থেকে শুরু করে তিন শ’ বছর আগে পরিত্যক্ত হওয়া পর্যন্ত শহরের লাখো স্থাপত্যের নিদর্শন আজও বিশ্বের কাছে বিস্ময়কর। গির্জার কারণে শহরটিকে এককালে বলা হতো ‘এক হাজার এক গির্জার শহর’। আর্মেনিয়ান শাসক ও শহরের বণিকদের এসব উপাসনালয় সর্বশ্রেষ্ঠ স্থাপত্য ও শৈল্পিক মন দিয়ে পরিকল্পিতভাবে গড়া ছিল। তুর্কি-আর্মেনীয় টানাপোড়েনে ও কালক্রমে অনেকগুলো ধ্বংসাবশেষে পরিণত হলেও প্রতœতত্ত্ববিদরা বিভিন্ন স্থানে যে ৪০টি গির্জার সন্ধান পেয়েছেন সেগুলো পৃথিবী বিখ্যাত হয়ে আছে আজও। - ওয়েবসাইট
×