ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬ কোটি টাকা আত্মসাত ॥ জিপিও কর্মীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:৪৯, ৫ জানুয়ারি ২০১৭

৬ কোটি টাকা  আত্মসাত ॥  জিপিও কর্মীর  যাবজ্জীবন

কোর্ট রিপোর্টার ॥ ভুয়া বিল-ভাউচারে প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ঢাকা নগরী উত্তর ডাক বিভাগের সাবেক অপারেটর (বাজেট শাখা) মনসরুছ সামাদ চৌধুরীর যাবজ্জীবন জেল হয়েছে। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মোঃ আবু আহমেদ জমাদার বুধবার এ রায় ঘোষণা করেন। বিচারক মামলার কেন্দ্রীয় ডাক বিভাগের কর্মচারী অপর ৭ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন, সাবেক বিল পেইড অপারেটর মোঃ মোতালেব হোসেন মোল্লা, মোঃ ইউসুফ আলী, তাজুল ইসলাম হেলালী, একেএম শহিদুল ইসলাম, মোতালেব হোসেন, একেএম মাহাবুবুর রহমান ও মোঃ বিলাল হোসেন। খালাসপ্রাপ্তদের পক্ষে এ্যাডভোকেট আমিনুল গণি টিটো মামলা পরিচালনা করেন। দ-িত আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন। ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ ৯১ হাজার ১৯ টাকা আত্মসাতের অভিযোগে মনসুরুছ সামাদ চৌধুরীর বিরুদ্ধে ২০০৪ সালের ১৮ আগস্ট মামলাটি করেন পোস্ট অফিস পরিদর্শক আব্দুর রশিদ মোল্লা। তদন্তে ৫ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৩১০ টাকা দুর্নীতির প্রমাণ পেয়ে দুদকের উপ-সহকারী পরিচালক ফজলুল বারী দ-িত ও খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে ২০১১ সালের ১৩ অক্টোবর চার্জশীট দাখিল করেন।
×