ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির উপকরণসহ ৫ জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৭, ৫ জানুয়ারি ২০১৭

সুন্দরগঞ্জে বিস্ফোরক  দ্রব্য ও বোমা তৈরির  উপকরণসহ ৫  জঙ্গী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৪ জানুয়ারি ॥ সুন্দরগঞ্জ উপজেলায় বোমা তৈরির উপকরণ ও ইসলাম ধর্মের অপব্যাখ্যা সংবলিত ৪টি জিহাদী বইসহ মঙ্গলবার রাতে ৫ জঙ্গীকে আটক করেছে থানা পুলিশ। এরা হলো সুন্দরগঞ্জের মনমথ গ্রামের নূরুন্নবী মিয়া (৪৫), পশ্চিম বেলকা গ্রামের গোলাম বারী (৩৮), দক্ষিণ শ্রীপুর নয়নসুখের ময়েন উদ্দিন (৩৭), সমেশ গ্রামের আব্দুল খালেক (৩৮) ও দক্ষিণ বেকাটারি গ্রামের আইয়ুব মুন্সি (৪০)। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এদের বাড়িতে অভিযান চালালে জঙ্গীদের সহযোগী প্রায় ১শ’ ৫০ জন পালিয়ে যায়। পরে বাড়ির মেঝে খুঁড়ে দিয়াশলাইয়ে ব্যবহৃত বারুদসহ ৬টি বিস্ফোরক উপাদানে ভরা পলিথিনের প্যাকেট, ভাঙ্গা কাঁচের টুকরো, ছোট পাথর, লোহার পেরেক, লোহার ছোট বল, স্কচটেপ ও জর্দার কৌটাসহ বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। এছাড়া ইসলামের অব্যাখ্যাকারী ৪টি জিহাদী বইও পাওয়া গেছে। এজাহার নামীয় উক্ত ৫ জন জঙ্গীসহ ১শ’ ৫০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
×