ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইভীর শপথ আজ

প্রকাশিত: ০৫:৪৭, ৫ জানুয়ারি ২০১৭

আইভীর শপথ আজ

বিশেষ প্রতিনিধি ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পুনর্নির্বাচিত মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী আজ বৃহস্পতিবার শপথ নিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাঃ সেলিনাকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন। সেই সঙ্গে নাসিক নির্বাচনে নির্বাচিত ২৭ ওয়ার্ড কাউন্সিলর এবং ৯ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর মিলিয়ে মোট ৩৬ কাউন্সিলরও আজ শপথ গ্রহণ করবেন। গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত অতীতের যে কোন সময়ের তুলনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নাসিক নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে মেয়র পদে পুনর্নির্বাচিত হন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী। ধানের শীষ প্রতীকে অংশ নেয়া বিএনপির প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন ডাঃ আইভী। ওই নির্বাচনে ডাঃ আইভী পান মোট ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। বিপরীতে বিএনপির প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত পান ৯৬ হাজার ৪৪ ভোট। নির্বাচনের পর আজ শপথ নিয়েই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে টানা দ্বিতীয়বারের মতো মেয়রের দায়িত্ব পালন শুরু করবেন ডাঃ সেলিনা হায়াত আইভী। আজ সকাল ১০টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলাতে আয়োজিত অনুষ্ঠানে মেয়র হিসেবে ডাঃ আইভীকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ২৭ ওয়ার্ড কাউন্সিলর ও ৯ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুনর্নির্বাচিত মেয়র ডাঃ আইভী বক্তব্য রাখতে পারেন বলেও জানা গেছে।
×