ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অন্যত্র ওষুধ কোম্পানিরকর্মকর্তা ও নারীসহ ৬ জনের মৃত্যু

ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে একই পরিবারের চারজনসহ হত ৫

প্রকাশিত: ০৫:৪৬, ৫ জানুয়ারি ২০১৭

ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে একই পরিবারের চারজনসহ হত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশু, গৃহবধূ, বৃদ্ধ এবং ওষুধ কোম্পানির কর্মকর্তাসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন, সাতক্ষীরায় ট্রাক উল্টে পুকুরেপড়ে ২, যশোরে ট্রাকের ধাক্কায় ওষুধ কোম্পানির কর্মকর্তা, মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় নারী, সীতাকু-ে একজন এবং সিরাজগঞ্জে এক বৃদ্ধ নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের পৌর কবরস্থানের সামনে সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে বুধবার দুপুরে ঘটনাস্থলে ৪ জনসহ নিহত হয়েছে ৫ জন। এর মধ্যে সাত মাস বয়সী শিশু খাদিজাসহ একই পরিবারের ৪ সদস্য ও চালক রয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও ১ জন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, নিহতরা হলোÑ সাকিব (৬), সাকিবের মা মনোয়ারা (২৮), সাকিবের সাত মাস বয়সী বোন খাদিজা, সিএনজিচালক চান মিয়া ও ফাতেমা (৫০)। নিহত মনোয়ারার স্বামী ইছহাককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চান মিয়ার বাড়ি জেলার নান্দাইলে এবং অপর ৪ জনের বাড়ি গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে। ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। সাতক্ষীরা ॥ সাতক্ষীরার তালার নদী কাটা স্কেভেটর মেশিন বহনকারী একটি ট্রাক উল্টে পুকুরের পানিতে পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ট্রাকচালক রওশন আলি (৩৫) ও শ্রমিক আবদুল আজিজ (৩০)। রওশনের বাড়ি পাবনা জেলার আমিনপুরের মহেশখোলায়। আজিজের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ট্রাকটি একটি এসক্যাভেটর নিয়ে তালা থেকে জেঠুয়া অভিমুখে কপোতাক্ষ তীরে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ( ঝালকাঠি স ১১-০০৪৩) উল্টে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ট্রাকটি তুলে দুটি লাশ উদ্ধার করে। যশোর ॥ যশোরে ট্রাকের ধাক্কায় ওষুধ কোম্পানির কর্মকর্তা আজম হোসেন (৪৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বকচর এলাকার র‌্যাব অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজম হোসেন যশোর সদরের কচুয়া এলাকার আবদুল মজিদের ছেলে। তিনি নীপা ফার্মাসিটিক্যালের যশোর জোনাল ম্যানেজার। যশোর কোতোয়ালি থানার এসআই মঞ্জুরুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের জানিয়েছেন, আজম হোসেন মোটরসাইকেল চালিয়ে মুড়ালি বকচর হয়ে শহরের দিকে আসছিলেন। র‌্যাব অফিসের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আজম ট্রাকের নিচে পড়ে দুর্ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীর নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাহেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টঙ্গীবাড়ি থানার পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। সিরাজগঞ্জ ॥ বুধবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চাপায় লিয়াকত আলী (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সিরাজগঞ্জ বেলকুচি সড়কের সুবর্ণসাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল লিয়াকত আলী (৭৫) নামের এক ব্যক্তিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে বেলকুচি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সীতাকু- (চট্টগ্রাম) ॥ সীতাকু-ে বাসচাপায় মোঃ আনোয়ারুল হক (৫৫) নামে এক হিসাব রক্ষক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শুকলালহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনোয়ারুল হক শুকলালহাট এলাকার তাহের এ্যা- সন্স ফিলিং স্টেশনের হিসাব রক্ষক এবং নোয়াখালী হাতিয়া পৌরসদর এলাকার মৃত মনজুরুল করিমের পুত্র। সীতাকু-ের কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তারা লাশ উদ্ধার করে এলে বিষয়টির অবস্থা জানা যাবে।’
×